Game

1 day ago

Ligue 1 2024-25: পিএসজির উসমান ডেম্বেলে বর্ষসেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন

Ousmane Dembélé
Ousmane Dembélé

 

প্যারিস, ১২ মে : রবিবার প্যারিস সেন্ট-জার্মেইর ফরোয়ার্ড উসমান ডেম্বেলেকে লিগ ওয়ান-এর বর্ষসেরা খেলোয়াড় হিসেবে মনোনীত করা হয়েছে , ক্লাবটিকে ১৩তম ফরাসি শিরোপা এবং চ্যাম্পিয়নস লিগের ফাইনালে নিয়ে যাওয়ার জন্য। এই মরসুমে লিগ ওয়ানে ডেম্বেলে ২১ গোল করে সর্বোচ্চ গোলদাতা এবং সমস্ত প্রতিযোগিতায় ৪৬ ম্যাচে ৩৩টি গোল করেছেন। তিনি এমবাপের স্থলাভিষিক্ত হলেন, যিনি গত মরসুমের শেষে রিয়াল মাদ্রিদে যোগ দেওয়ার আগে টানা ৫ বার এই পুরস্কার জিতেছিলেন।

সেরা গোলরক্ষকের পুরস্কার জিতেছেন জিয়ানলুইজি ডোনারুম্মা। লুইস এনরিক ইউএনএফপি (ফরাসি খেলোয়াড়দের ইউনিয়ন) ট্রফি গলায় বর্ষসেরা কোচের সম্মাননা অর্জন করেছেন আর ডিজায়ার ডু লিগ ওয়ানের সেরা তরুণ খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন। উল্লেখ্য,১৩ বছরের মধ্যে ১১তম লিগ ওয়ানের শিরোপা জয়ের পর পিএসজি ট্রেবল জয়ের পথে। ৩১ মে চ্যাম্পিয়নস লিগের ফাইনালে তারা ইন্টার মিলানের মুখোমুখি হবে, ফরাসি কাপের শোপিসে রেইমসের মুখোমুখি হওয়ার এক সপ্তাহ পর।

You might also like!