Game

4 days ago

LaLiga 2024-25: কোনও ক্রমে জয় নিয়ে মাঠ ছাড়লো বার্সেলোনা

FC Barcelona
FC Barcelona

 

বার্সেলোনা , ২৩ এপ্রিল : মায়োর্কাকে হারিয়ে লিগ টেবিলে রিয়াল মাদ্রিদের চেয়ে ৭ পয়েন্টে এগিয়ে গেল হান্সি ফ্লিকের দল। তবে মঙ্গলবার রাতে ঘরের মাঠে কোনও ক্রমে ১-০ গোলে জিতেছে ফ্লিকের দল বার্সেলোনা। তবে মায়োর্কার বিপক্ষে বার্সেলোনা কষ্টার্জিত জয় পেলেও ম্যাচে দাপট ছিল তাদেরই। ৭৮ শতাংশ সময় বল দখলে রেখে গোলের জন‍্য ৪০টি শট নেয় বার্সেলোনা। এর ১৩টি ছিল লক্ষ‍্যে, যার ১২টি শট আটকে দেন মায়োর্কা গোলরক্ষক লিও রোমান। অন‍্য দিকে মায়োর্কা ৪ টি শটের কোনও টিই লক্ষ‍্যে রাখতে পারেনি। দ্বিতীয়ার্ধের প্রথম মিনিটেই গোল পায় বার্সেলোনা। গার্সিয়ার কাছ থেকে ডি বক্সে বল পান ওলমো। এরপর স্প‍্যানিশ এই মিডফিল্ডার আড়াআড়ি শটে জাল খুঁজে নেন। ৩৩ ম‍্যাচে ২৪ জয় ও চার ড্রয়ে বার্সিলোনার পয়েন্ট ৭৬। ৩২ ম‍্যাচে রিয়ালের ৬৯। ৩৩ ম্যাচে ৪৪ পয়েন্ট নিয়ে সাতে আছে মায়োর্কা।


You might also like!