দুবাই, ১২ সেপ্টেম্বর : হংকংকে হারিয়ে এশিয়া কাপ শুরু করল বাংলাদেশ। নিজেদের প্রথম ম্যাচে হংকংকে ৭ উইকেটে হারালো বাংলাদেশ। হংকংয়ের ১৪৩ রানের জবাবে ১৭ ওভার ৪ বলে ৩ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় বাংলাদেশ। উদ্বোধনী জুটিতে আসে ২৪ রান। তৃতীয় ওভারের পারভেজ হোসেন ইমন ১৪ বল ১৯ রান করে ফিরে যান। তানজিদ তামিম ফেরেন ১৮ বলে ১৪ রান করে। তৃতীয় উইকেট জুটিতে লিটন ও হৃদয় মিলে ৭০ বলে ৯৫ রান করে জয় তুলে নেন। লিটন ৬ চার ও এক ছক্কায় ৩৯ বলে ৫৯ রান করেন। ১ চারে ৩৬ বলে ৩৫ রান করেন হৃদয়। এর আগে প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৪৩ রান করে হংকং। দলের হয়ে সর্বোচ্চ ৪২ রানের ইনিংস খেলেন নিজাকাত খান। টাইগারদের হয়ে সফল বোলার তাসকিন, তানজিম সাকিব ও রিশাদ। প্রত্যেকেই দুটি করে উইকেট নেন।