Breaking News
 
Saltlake Chaos: জীবন্ত পুড়ে মৃত্যু ডেলিভারি বয়ের, সল্টলেকে পুলিশ-জনতা সংঘর্ষে গ্রেপ্তার ৫! Gandhi vs Savarkar: স্বাধীনতা দিবসের পোস্টারে সাভারকরকে নিয়ে বিতর্ক, মোদি সরকারকে আক্রমণ বিরোধীদের! Roopa Gaguly: ‘আজ মা চলে গেলেন বাবার সঙ্গে দেখা করতে…’—মাকে হারিয়ে শোকস্তব্ধ অভিনেত্রী রূপা গঙ্গোপাধ্যায়! JU Bratya Basu Attack: যাদবপুরে শিক্ষামন্ত্রীর গাড়িতে হামলার ছক স্পেন থেকে-দিল্লি বিমানবন্দরে গ্রেফতার যাদবপুরের প্রাক্তনী হিন্দোল মজুমদার! "Detention To Continue": বাংলাদেশি সন্দেহে ধরপাকড় চলবেই, অন্তর্বর্তী স্থগিতাদেশ দিলনা মহামান্য সুপ্রিম কোর্ট! Kanyasree Divas: কন্যাশ্রী দিবসে সাফল্যের খতিয়ান মুখ্যমন্ত্রীর, বিশ্বের ৫৫২ প্রকল্পের মধ্যে সেরা পশ্চিমবঙ্গের কন্যাশ্রী!

 

Festival and celebrations

1 year ago

Saraswati Mantra: জপ করলে সরস্বতীর এই মন্ত্র বাড়বে বিদ্যা-বুদ্ধি! কোনটি জানুন

Goddess Saraswati (File Picture)
Goddess Saraswati (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ শাস্ত্র মতে সরস্বতী পুজোয় বাগদেবীর কিছু মন্ত্র জপ করলে বিদ্যা-বুদ্ধির আশীর্বাদ পাওয়া যায়। এখানে দেবী দেবী সরস্বতীর কিছু শক্তিশালী মন্ত্র জানানো হল।

সরস্বতী ধ্যান মন্ত্র

ওম সরস্বতী ময়া দৃষ্ট্বা, বীণা পুস্তক ধারিণীম।

হংস বাহিনী সমাযুক্তা মাং বিদ্যা দান করোতু মে ওম।।

সরস্বতী গায়ত্রী মন্ত্র

ওম বাগদৈব্যৈ চ বিদ্মহে কামরাজায় ধীমহি। তন্নো দেবী প্রচোদয়াৎ

সরস্বতী বীজ মন্ত্র

ওম এং সরস্বত্যৈ এং নমঃ

ছাত্রছাত্রীদের জন্য সরস্বতী মন্ত্র

সরস্বতী নমস্তুভ্যং বরদে কামরূপিণি।

বিদ্যারম্ভং করিষ্যামি সিদ্ধির্ভবতু মে সদা।।

মহাসরস্বতী মন্ত্র

ওম এং মহাসরস্বত্যৈ নমঃ।

বুদ্ধি বৃদ্ধির জন্য সরস্বতী মন্ত্র

ওম এং হৃীং শ্রীং বাগদেব্যৈ সরস্বত্যৈ নমঃ।

ধন ও বুদ্ধির জন্য সরস্বতী মন্ত্র

ওম অর্হং মুখ কমল বাসিনী পাপাত্ম ক্ষয়ম্ কারী বদ বদ

বাগ্বাদিনী সরস্বতী এম হৃীং নমঃ স্বাহা।

জ্ঞান বৃদ্ধির জন্য সরস্বতী মন্ত্র

সরস্বতি মহাভাগে বিদ্যে কমললোচনে।

বিদ্যারূপে বিশালাক্ষী বিদ্যাঁ দেহি নমোস্তুতে।।

সরস্বতী পুরাণোক্তা মন্ত্র

যা দেবী সর্বভূতেষু বিদ্যারূপেণ সংস্থিতা,

নমস্তস্যৈ নমস্তস্যৈ নমস্তস্যৈ নমো নমঃ।।

সরস্বতীর অন্যান্য মন্ত্র

১. নমস্তে শারদে দেবী, কাশ্মীরপুর বাসিনী

ত্বামহং প্রার্থয় নিত্যং, বিদ্যা দানং চ দেহি মেং,

কংবূ কণ্ঠী সুতাম্রৌষ্ঠী সর্বাভরণংভূষিতা,

মহাসরস্বতী দেবী, জিহ্বাগ্রে সন্নী বিশ্য়তাম্।।

শারদায়ৈ নমস্তভ্যং, মম হৃদয় প্রবেশিনী,

পরীক্ষায়াং সমুত্তীর্ণং, সর্ব বিষয় নাম যথা।।

২. ওম শ্রী সরস্বতী শুক্লবর্ণাং সস্মিতাং সুমনোহরাম্।।

কোটিচন্দ্রপ্রভামুষ্টপুষ্টশ্রীযুক্তবিগ্রহাম্।

বহ্নিশুদ্ধাং শুকাধানাং বীণাপুস্তকধারিণীম্।।

রত্নসারেন্দ্রনির্মাণনবভূষণভূষিতাম্।

সুপূজিতাং সুরগণৈব্রহ্মবিষ্ণুশিবাদিভিঃ।।

বন্দে ভক্তয়া বন্দিতা চ মুনীন্দ্রমনুমানবৈঃ।।

৩. শারদা শারদাভৌম্বদনা। বদনাম্বুজে। সর্বদা সর্বদাস্মাকমং সন্নিধিমং সন্নিধিমং ক্রিয়া তূ।

৪. ওম জয় জয় দেবী চরাচর সারে,

কুচযুগ শোভিত মুক্তাহারে

বীণা পুস্তক রঞ্জিত হস্তে

ভগবতি ভারতি দেবি নমোহস্তুতে

৫. বর্ণানামর্থসঙ্ঘানাং রসানাং ছন্দসামপি। মঙ্গলানাং চ কর্ত্তারো বন্দে বাণী বিনায়কৌ।। - শ্রীরামচরিতমানস

৬. এং হৃীং শ্রীং অন্তরিক্ষ সরস্বতী পরম রক্ষিণী।

মম সর্ব বিঘ্ন বাধা নিবারয় নিবারয় স্বাহা।।

৭. যা কুন্দেন্দুতুষারহারধবলা যা শুভ্রবস্ত্রাবৃতা যা বীণাবরদণ্ডমণ্ডিতকরা যা শ্বেতপদ্মাসনা।

যা ব্রহ্মাচ্যুতশঙ্করপ্রভৃতির্দেবৈঃ সদা বন্দিতা সা মাং পাতু সরস্বতী ভগবতী নিঃশেষজাড্যাপহা।।

৮. শুক্লা ব্রহ্মবিচার সার পরমামাধ্যাং জগদ্ব্যাপিনীংবীণাপুস্তকধারিণীমভয়দাং।

জাড্যান্ধকারাপহাম্হস্তে স্ফটিকমালিকাং বিদধতীং পদ্মাসনে সংস্থিতাম্বন্দে তাং পরমেশ্বরী ভগবতীং বুদ্ধিপ্রদাং শারদাম্।।

You might also like!