Entertainment

2 months ago

Sonakshi Sinha: ‘দাবাং ট্যুর’ থেকে সরে দাঁড়ালেন সোনাক্ষী, নেটপাড়ায় ফের জোরদার অন্তঃসত্ত্বা জল্পনা!

Sonakshi Sinha & Zaheer Iqbal
Sonakshi Sinha & Zaheer Iqbal

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: বিয়ের পর থেকেই বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহার অন্তঃসত্ত্বা হওয়ার জল্পনা থামেনি। এবার সেই গুঞ্জন আরও জোরালো হলো সলমনের ‘দাবাং ট্যুর’ থেকে সোনাক্ষীর বাদ পড়ার ঘটনায়। তাঁর জায়গা নিয়েছেন অভিনেত্রী তামান্না ভাটিয়া। এরপর থেকেই নেটমহলে নতুন করে গুঞ্জন, অন্তঃসত্ত্বা হওয়ার কারণেই নাকি ট্যুর থেকে সরে দাঁড়িয়েছেন সোনাক্ষী। 

নেটিজেনদের এমনটা মনে করার আরও কারণ হল সাম্প্রতিককালের বেশ কিছু অনুষ্ঠানে বড় আকারের পোশাক পরছেন সোনাক্ষী। শুধু তাই নয়, সম্প্রতি এক পডকাস্ট শোতে এসে বারবার বালিশে হেলান দিয়ে তাঁর বসার ধরণ দেখে নাকি মনে করা হচ্ছে এবার অভিনেত্রীর অন্তঃসত্ত্বা হওয়ার ঘটনা সত্যি। যদিও এই নিয়ে সোনাক্ষী বা তাঁর স্বামী জাহির মুখ খোলেননি। সাম্প্রতিককালে রমেশ তৌরানির দিওয়ালি পার্টিতে ঢিলেঢালা পোশাক পরে এসে সেই জল্পনা ফের উসকে দিয়েছিলেন শত্রুঘ্নকন্যা। ওড়না দিয়ে নাকি ঘন ঘন স্ফীতোদর ঢাকার চেষ্টা করছিলেন অভিনেত্রী! শুধু তাই নয়, ছবিশিকারীদের সামনে স্বামী জাহিরকেও সোনাক্ষীর ‘স্ফীতোদরে’ হাত রাখতে দেখা যায়। আর তাতেই ‘দাবাং’ কন্যার মা হওয়ার জল্পনাযজ্ঞে ঘৃতাহূতি পড়েছিল। 

ওই সময় সোনাক্ষী রসিকতা করেই বলেছিলেন, ‘ ‘মনুষ্য ইতিহাসের দীর্ঘতম গর্ভাবস্থা! অতি বুদ্ধিমান মিডিয়ার দৌলতে ১৬ মাসের অন্তঃসত্ত্বা হিসেবে বোধহয় বিশ্বরেকর্ড করে ফেললাম।’ ২০২৪ সালের ২৩ জুন জাহির ইকবালের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন সোনাক্ষী সিনহা। বিয়ের কিছু মাস পর থেকেই তাঁর অন্তঃসত্ত্বা হওয়ার খবর ছড়াতে শুরু করে। তবে প্রতিবারই সেই জল্পনা হাসিমুখে উড়িয়ে দিয়েছেন অভিনেত্রী। 

You might also like!