Country

1 day ago

Three Students Die In Accident: লখিসরাই-জামুই সীমানায় দুর্ঘটনার কবলে টোটো, ৩ ইঞ্জিনিয়ারিং পড়ুয়ার মৃত্যু

Three Students Die In Accident
Three Students Die In Accident

 

লখিসরাই, ৩১ জুলাই : বিহারের লখিসরাইয়ে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন তিন ইঞ্জনিয়ারিং পড়ুয়া। বৃহস্পতিবার ভোরে লখিসরাই-জামুই সীমানায়, রাজ্য সড়কে এই দুর্ঘটনা ঘটে। শিবসোনা ইঞ্জিনিয়ারিং কলেজের ৪ ছাত্র টোটোয় চেপে লখিসরাই স্টেশনে ট্রেন ধরতে যাচ্ছিলেন। মানঝাওয়া গ্রামের কাছে রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা ট্রাকে, তাঁদের টোটোর চালক নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারেন। মৃত ছাত্রদের নাম সরোজ কুমার, সাহিল কুমার এবং পঙ্কজ কুমার। একজন গুরুতর আহত হয়েছে।

শিবসোনা ইঞ্জিনিয়ারিং কলেজের অধ্যক্ষ বিমলেশ কুমার বলেন, "বৃহস্পতিবার সকালে একটি টোটো (অটোরিকশা) করে লখিসরাই থেকে ট্রেন ধরতে যাচ্ছিল তাঁরা। এই ছাত্ররা সমস্তিপুর এবং নালন্দার বাসিন্দা ছিল। তারা কলেজ থেকে রওনা দেয় এবং তারপর হয় একটি ট্রাক টোটোটিকে ধাক্কা দেয় অথবা টোটো নিজেই সংঘর্ষের জড়িয়ে পড়ে। এর ফলে ঘটনাস্থলেই তিন ছাত্রের মৃত্যু হয় এবং একজন ছাত্রের অবস্থা আশঙ্কাজনক, যাকে পাটনায় রেফার করা হয়েছে।"

You might also like!