নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শুক্রবার দিল্লির বিজ্ঞান ভবনে জ্ঞান ভারতম – এর উপর আন্তর্জাতিক সম্মেলনে অংশগ্রহণ করবেন। এই বিষয়ে জানিয়েছে ভারত সরকারের প্রেস ইনফরমেশন ব্যুরো (পিআইবি)।
পিআইবি-র তরফে জানানো হয়েছে, তিনি পাণ্ডুলিপি ডিজিটাইজেশন, সংরক্ষণ এবং জনসাধারণের প্রবেশাধিকার দ্রুত করার জন্য একটি নিবেদিত ডিজিটাল প্ল্যাটফর্ম জ্ঞান ভারতম পোর্টালের উদ্বোধন করবেন এবং সমাবেশে ভাষণ দেবেন। ‘পাণ্ডুলিপির ঐতিহ্যের মাধ্যমে ভারতের জ্ঞানের উত্তরাধিকার পুনরুদ্ধার’ – এই বিষয়ে ১১ থেকে ১৩ সেপ্টেম্বর পর্যন্ত সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে পাণ্ডুলিপি সংরক্ষণ, ডিজিটাইজেশন, মেটাডেটা সংক্রান্ত গুণমান, আইনি কাঠামো এবং সাংস্কৃতিক কূটনীতির মতো বিষয়গুলিতে দুর্লভ পাণ্ডুলিপি ও বিশেষ জ্ঞান সম্পর্কে একটি প্রদর্শনীও থাকবে।