বালোদ, ১১ আগস্ট : ছত্তিশগড়ের বালোদ জেলার গুরুড় থানা এলাকার অন্তর্গত একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি দোকানে ঢুকে পড়ে। সোমবারের এই দুর্ঘটনায় একজন কৃষকের ট্রাক্টর ক্ষতিগ্রস্ত হয়েছে। দুর্ঘটনার পর বাস চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যান। তবে স্বস্তির বিষয়, এই দুর্ঘটনায় কোনও প্রাণহানির ঘটনা ঘটেনি। গুরুড় থানা থেকে প্রাপ্ত তথ্য অনুসারে, জগদলপুর থেকে আসা যাত্রীবাহী বাস রায়পুরের দিকে যাচ্ছিল। এদিকে, ৩০ নম্বর জাতীয় সড়কের কোচওয়াহি গ্রামের কাছে, বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি দোকানে ঢুকে পড়ে। এদিন এই দুর্ঘটনায় কোনও প্রাণহানির খবর পাওয়া যায়নি। ঘটনাস্থলে দাঁড়িয়ে থাকা ট্র্যাক্টরটি ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে।