Breaking News
 
Raj Chakroborty : বিচ্ছেদ নিয়ে খোলাখুলি রাজ, বললেন ‘ভাবতেই পারিনি’ Pakistan India: ‘ভারতকে শিক্ষা দিতে প্রস্তুত’—আমেরিকায় দাঁড়িয়ে পরমাণু যুদ্ধের বার্তা দিলেন পাক সেনাপ্রধান! Kunal Ghosh: ‘ঠান্ডা মাথায় অপরাধমূলক অপপ্রচার’, CBI-র সঙ্গে ‘সেটিং’—অভয়ার বাবাকে কুণাল ঘোষের বার্তা Rahul Gandhi: জ্ঞান হারালেন মহুয়া, গ্রেপ্তার রাহুল-প্রিয়াঙ্কা-খাড়গে! বিরোধীদের কমিশন ঘেরাওয়ে দিল্লিতে তুমুল উত্তেজনা Gaza Strike: আল-শিফা হাসপাতালের কাছে ইজরায়েলি হামলায় আল জাজিরার ৫ সাংবাদিক নিহত,করসপনডেন্টকে সন্ত্রাসী তকমা! India Bloc MPs' EC March: দিল্লির পথে ইন্ডিয়া জোটের বিক্ষোভ মিছিল, ব্যারিকেড টপকালেন মহুয়া-অখিলেশ, রাস্তায় ধর্নায় রাহুল!

 

Country

2 hours ago

Narendra Modi: একবিংশ শতাব্দীর ভারত উন্নয়নের জন্য যতটা আগ্রহী, ততটাই সংবেদনশীল, প্রধানমন্ত্রী

PM Narendra Modi
PM Narendra Modi

 

নয়াদিল্লি, ১১ আগস্ট : একবিংশ শতাব্দীর ভারত উন্নয়নের জন্য যতটা আগ্রহী, ততটাই সংবেদনশীল। এমনটাই মন্তব্য করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীর কথায়, "এখন দেশ কর্তব্য পথ ও কর্তব্য ভবনের নির্মাণ করছে। দেশ কোটি কোটি দেশবাসীকে পাইপলাইনের মাধ্যমে জল সরবরাহের দায়িত্বও পালন করছে। এখন দেশ নিজস্ব সাংসদদের জন্য একটি নতুন ভবনের জন্য তাদের অপেক্ষা পূরণ করছে। দেশ প্রধানমন্ত্রী-আবাস যোজনার মাধ্যমে ৪ কোটি দরিদ্র মানুষের গৃহনির্মাণ নিশ্চিত করছে।"

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সোমবার সকালে নতুন দিল্লির বাবা খড়ক সিং মার্গে সাংসদদের জন্য ১৮৪টি নবনির্মিত টাইপ-৭ বহুতল ভবনের উদ্বোধন করেছেন। এই উপলক্ষ্যে প্রধানমন্ত্রী মোদী ভবন প্রাঙ্গণে একটি সিঁদুর গাছও রোপণ করেছেন। শ্রমজীবীদের সঙ্গে মতবিনিময়ও করেন প্রধানমন্ত্রী। প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করেন প্রধানমন্ত্রী মোদী, উপস্থিত ছিলেন লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা, সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু প্রমুখ।

প্রধানমন্ত্রী মোদী এদিন বলেছেন, "মাত্র কয়েকদিন আগে, আমি কর্তব্য পথ এবং সাধারণ কেন্দ্রীয় সচিবালয় অর্থাৎ কার্তব্য ভবন উদ্বোধন করেছি। আজ আমি সংসদে আমার সহকর্মীদের জন্য এই আবাসিক কমপ্লেক্সটি উদ্বোধন করার সুযোগ পেয়েছি।" প্রধানমন্ত্রীর কথায়, "এই ৪টি টাওয়ারের নামও খুব সুন্দর। কৃষ্ণা, গোদাবরী, কোশী, হুগলি, ভারতের চারটি মহান নদী, যা কোটি কোটি মানুষকে জীবন দেয়। এখন তাদের অনুপ্রেরণায় আমাদের জনপ্রতিনিধিদের জীবনেও সুখের এক নতুন ধারা প্রবাহিত হবে।"


You might also like!