Game

3 hours ago

PSG transfer news:৪ কোটি ইউরোতে ফরাসি গোলরক্ষককে দলে নিল পিএসজি

PSG sign French goalkeeper
PSG sign French goalkeeper

 

প্যারিস, ১০ আগস্ট: লিলের ফরাসি গোলকিপার লুকাস শেভালিয়ারকে ৪ কোটি ইউরোতে দলে নিল পিএসজিফরাসি এই গোলকিপারের সঙ্গে পাঁচ বছরের চুক্তি করেছে লিগ ওয়ানের চ্যাম্পিয়ন পিএসজি। চুক্তির শর্তানুযায়ী আরও দেড় কোটি ইউরো বোনাস পাবেন এই গোলরক্ষক l

২৩ বছর বয়সি শেভালিয়ারকে পিএসজির নতুন নাম্বার ওয়ান হিসেবে এই মরশুমে মাঠে দেখা যাবে। এর ফলে গত মরসুমের পিএসজির ইতিহাস সৃষ্টিকারী গোলরক্ষক জিয়ানলুইজি দোন্নারুমা মূল দলে জায়গা হারাচ্ছেন।

২৬ বছর বয়সির সঙ্গে পিএসজির চুক্তির বর্তমান মেয়াদ আর মাত্র এক বছর বাকি ছিল। দোন্নারুমা চুক্তির মেয়াদ বাড়াতে চেয়েছিলেন। কিন্তু দুই পক্ষের মধ্যে কোনও ধরনের সমঝোতা হয়নি

You might also like!