Breaking News
 
Mamata Banerjee: তৃণমূল টিমকে আটকানোর পরেই মমতার কড়া হুঁশিয়ারি: ‘আমি নিজে যাব, কত দম আছে দেখব!’ Mamata Banerjee:ছটপুজোর প্রসঙ্গ টেনে মমতার আক্রমণ: 'বিহারের জন্য ছাড়, আর উত্তরবঙ্গের ভাড়া ১৮ হাজার! এটা কি বৈষম্য নয়?' Tripura:‘গান্ধীবাদ’ ছেড়ে এবার ‘সুভাষ’ হওয়ার ডাক! ত্রিপুরায় ‘পুলিশি সন্ত্রাস’-এর প্রতিবাদে সরব তৃণমূল TMC: আটক তৃণমূল প্রতিনিধি দল, পুলিশি বাধার মুখে ত্রিপুরা বিমানবন্দর কাঁপল 'সন্ত্রাস' বিরোধী স্লোগানে! Mamata Banerjee : হামলার পর রাজ্যজুড়ে উত্তেজনা, মমতার হুঁশিয়ারি— ‘শান্ত থাকুন, উসকানিতে পা দেবেন না’ CM Mamata Banerjee:দুর্যোগে বিপর্যস্ত উত্তরবঙ্গ, মুখ্যমন্ত্রীর নির্দেশ— ‘জীবন আগে, দ্রুত নিরাপদ স্থানে যান’

 

West Bengal

1 year ago

Dev: তৃণমূলের ভাগ্যে কটি? পরিসংখ্যান দিলেন দেব

Dev (File Picture)
Dev (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ গণনার আগেই চ্যাট করলেন দেব। জেলা তৃণমূলের নির্বাচন কমিটির সদস্যদের সঙ্গে হোয়াটসঅ্যাপ গ্রুপের সেই চ্যাট যা এবার কার্যত ভাইরাল হয়ে গিয়েছে। দেব সেখানে দাবি করছেন, রাজ্যের তৃণমূল কমপক্ষে ২৬ টি আসন পেতে চলেছে। আবার তেমন হলে সংখ্যাটা ২৯-৩০ ও হতে পারে। ঘাটাল লোকসভা আসনে দেব দলীয় কর্মীদের আশ্বাস দিয়েছেন, ''আমরাই জিতছি''। 

জানা গিয়েছে, শনিবার বুথ ফেরথ গেরুয়া ঝড়ের ইঙ্গিতে তৃণমূল কর্মী-সমর্থকরা কার্যত আশাহত হয়েছে। সমীক্ষার ফলাফল নিয়ে রাজ‌্যজুড়ে জোর চর্চা চলছে। ঘাটালেও পদ্ম ফোটার ইঙ্গিত মিলতেই সেখানকার তৃণমূল কর্মী-সমর্থকরা মনমরা হয়ে পড়েছেন বলে খবর পৌঁছেছে দেবের কানে।

তাই রবিবার দুপুর ১২টা নাগাদ দলের কর্মী-সমর্থকদের মনোবল বাড়াতে ওই হোয়াটসঅ‌্যাপ গ্রুপে দেব লেখেন, ‘‘আরে আমরাই জিতছি। মিনিমাম ২৬টি আসনে আমরা জিতছি। এই সংখ‌্যাটা ২৯ থেকে ৩০টিও হতে পারে।’’ 

You might also like!