Breaking News
 
Mamata Banerjee: তৃণমূল টিমকে আটকানোর পরেই মমতার কড়া হুঁশিয়ারি: ‘আমি নিজে যাব, কত দম আছে দেখব!’ Mamata Banerjee:ছটপুজোর প্রসঙ্গ টেনে মমতার আক্রমণ: 'বিহারের জন্য ছাড়, আর উত্তরবঙ্গের ভাড়া ১৮ হাজার! এটা কি বৈষম্য নয়?' Tripura:‘গান্ধীবাদ’ ছেড়ে এবার ‘সুভাষ’ হওয়ার ডাক! ত্রিপুরায় ‘পুলিশি সন্ত্রাস’-এর প্রতিবাদে সরব তৃণমূল TMC: আটক তৃণমূল প্রতিনিধি দল, পুলিশি বাধার মুখে ত্রিপুরা বিমানবন্দর কাঁপল 'সন্ত্রাস' বিরোধী স্লোগানে! Mamata Banerjee : হামলার পর রাজ্যজুড়ে উত্তেজনা, মমতার হুঁশিয়ারি— ‘শান্ত থাকুন, উসকানিতে পা দেবেন না’ CM Mamata Banerjee:দুর্যোগে বিপর্যস্ত উত্তরবঙ্গ, মুখ্যমন্ত্রীর নির্দেশ— ‘জীবন আগে, দ্রুত নিরাপদ স্থানে যান’

 

West Bengal

1 year ago

Tiger attack fisherman in kultuli:কুলতলিতে বাঘের হানা, নৌকা থেকে যুবককে তুলে নিয়ে গেল রয়্যাল বেঙ্গল টাইগার

Tiger attack fisherman in kultuli
Tiger attack fisherman in kultuli

 

ক্যানিং, ১২ জুলাই : আবারও বাঘের হানা দক্ষিণ ২৪ পরগনার কুলতুলিতে। এবার নৌকা থেকেই তুলে নিয়ে গেল এক যুবককে। এখনও পর্যন্ত তাঁর কোনও খোঁজ পাওয়া যায়নি। ঘটনাটি বৃহস্পতিবার রাতের। নিখোঁজ ওই যুকের নাম আবুর আলি মোল্লা (৪০)। তিনি দক্ষিণ ২৪ পরগনার কুলতলিরই পেটকুল চাঁদ এলাকার বাসিন্দা। গতকাল রাত ১০ টা নাগাদ সুন্দরবনের বানছাবড়ি ধসের খালের কাছে ঘটে এ ঘটনাটি। তাঁকে নৌকার উপর থেকেই তুলে নিয়ে যায় বাঘ। খবর দেওয়া হয়েছে বন দফতরকে।

বন দফতর ও স্থানীয় সূত্রে খবর, কুলতলির পেটকুল চাঁদ এলাকার বাসিন্দা আবুর আলি আরও পাঁচ সঙ্গীর সঙ্গে মাছ, কাঁকড়া ধরতে রওনা দিয়েছিলেন সুন্দরবনের গভীরে। সেখানেই বৃহস্পতিবার রাতে যখন নদীর চরে নেমে কাঁকড়া ধরছিলেন সকলে তখন আচমকা একটি বাঘ জঙ্গল থেকে বেরিয়ে এসে ঘাড়ে কামড় বসিয়ে তুলে নিয়ে যায় আবুর আলিকে। তার চিৎকারে সঙ্গীরা বাঘের পিছু নিলেও আবুর আলিকে উদ্ধার করতে পারেননি। বন দফতর জানিয়েছে, বৈধ অনুমতি নিয়েই জঙ্গলে রওনা দিয়েছিলেন এই মৎস্যজীবীরা।


You might also like!