Breaking News
 
Mamata Banerjee: তৃণমূল টিমকে আটকানোর পরেই মমতার কড়া হুঁশিয়ারি: ‘আমি নিজে যাব, কত দম আছে দেখব!’ Mamata Banerjee:ছটপুজোর প্রসঙ্গ টেনে মমতার আক্রমণ: 'বিহারের জন্য ছাড়, আর উত্তরবঙ্গের ভাড়া ১৮ হাজার! এটা কি বৈষম্য নয়?' Tripura:‘গান্ধীবাদ’ ছেড়ে এবার ‘সুভাষ’ হওয়ার ডাক! ত্রিপুরায় ‘পুলিশি সন্ত্রাস’-এর প্রতিবাদে সরব তৃণমূল TMC: আটক তৃণমূল প্রতিনিধি দল, পুলিশি বাধার মুখে ত্রিপুরা বিমানবন্দর কাঁপল 'সন্ত্রাস' বিরোধী স্লোগানে! Mamata Banerjee : হামলার পর রাজ্যজুড়ে উত্তেজনা, মমতার হুঁশিয়ারি— ‘শান্ত থাকুন, উসকানিতে পা দেবেন না’ CM Mamata Banerjee:দুর্যোগে বিপর্যস্ত উত্তরবঙ্গ, মুখ্যমন্ত্রীর নির্দেশ— ‘জীবন আগে, দ্রুত নিরাপদ স্থানে যান’

 

West Bengal

1 year ago

Multiple Trains Cancelled: বাতিল শতাব্দী-সহ তিন জোড়া ট্রেন! রেল দুর্ভোগ চরমে

Many Trains are cancelled due to Kanchanjungha Train Accident (File Picture)
Many Trains are cancelled due to Kanchanjungha Train Accident (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনার পরে মঙ্গলবার ভোরে শিয়ালদহে পৌঁছেছে। তবে দুর্ঘটনার জেরে দুর্ভোগ অব্যাহত রইল মঙ্গলবারেও। শতাব্দী এক্সপ্রেস-সহ মোট তিন জোড়া এক্সপ্রেস ট্রেন বাতিল করা হল। রুট বদল করে চলছে আরও একগুচ্ছ এক্সপ্রেস। উত্তরবঙ্গ থেকে কলকাতায় আসার দিনের প্রথম ট্রেন শতাব্দী এক্সপ্রেস। সেটি বাতিল হওয়ায় বেজায় মুশকিলে পড়েন যাত্রীরা।

যাঁদের কলকাতা পৌঁছনো জরুরি, তাঁদের দুর্ভোগ চরমে ওঠে। বাসের টিকিট বাড়ন্ত। বাগডোগরা থেকে কলকাতা পর্যন্ত এক পিঠের ভাড়া ৩০ হাজার টাকা ছাড়িয়ে যায়। অনেকে বাধ্য হয়ে সড়কপথে কলকাতা পৌঁছন। রেল জানিয়েছে, মঙ্গলবার আপ ও ডাউন হাওড়া-এনজেপি শতাব্দী এক্সপ্রেস ছাড়াও বাতিল করা হয়েছে ১৫৭১৯ কাটিহার-শিলিগুড়ি ইন্টারসিটি এক্সপ্রেস, ১৫৭২০ শিলিগুড়ি-কাটিহার এক্সপ্রেস এবং আপ-ডাউন জোগাবাড়ি-শিলিগুড়ি টাউন ইন্টারসিটি এক্সপ্রেস।

এর মধ্যে সবথেকে বেশি দুর্ভোগ পোহাতে হয় এনজেপি-হাওড়া ডাউন শতাব্দী এক্সপ্রেসের যাত্রীদের। ফালাকাটার বাসিন্দা সুমন দে বর্মন জানান, মঙ্গলবার হাওড়া থেকে তাঁর পরিবারের চার জনের মুম্বই মেলের টিকিট কাটা রয়েছে। তিনি বলেন, 'আমাদের মুম্বই-গোয়া ঘুরতে যাওয়ার কথা। সোমবার সন্ধ্যাতেই নিউ জলপাইগুড়ি পৌঁছে স্টেশনে খোঁজ নেওয়ার চেষ্টা করি যে মঙ্গলবার শতাব্দী এক্সপ্রেস চলবে কি না। কিন্তু কোনও সন্তোষজনক উত্তর না পেয়ে বিমানের টিকিট কাটার চেষ্টা করি। কিন্তু কম দামি টিকিট পাইনি। এক সঙ্গে চারটি টিকিট কাটতে গেলে ৫০-৭০ হাজার টাকা পড়ে যেত। এদিকে হাওড়া পৌঁছতে না পারলে আমাদের পুরো ট্রিপ ক্যানসেল করতে হবে। তাতে অনেক ক্ষতি হবে।'

You might also like!