Breaking News
 
Mamata Banerjee: তৃণমূল টিমকে আটকানোর পরেই মমতার কড়া হুঁশিয়ারি: ‘আমি নিজে যাব, কত দম আছে দেখব!’ Mamata Banerjee:ছটপুজোর প্রসঙ্গ টেনে মমতার আক্রমণ: 'বিহারের জন্য ছাড়, আর উত্তরবঙ্গের ভাড়া ১৮ হাজার! এটা কি বৈষম্য নয়?' Tripura:‘গান্ধীবাদ’ ছেড়ে এবার ‘সুভাষ’ হওয়ার ডাক! ত্রিপুরায় ‘পুলিশি সন্ত্রাস’-এর প্রতিবাদে সরব তৃণমূল TMC: আটক তৃণমূল প্রতিনিধি দল, পুলিশি বাধার মুখে ত্রিপুরা বিমানবন্দর কাঁপল 'সন্ত্রাস' বিরোধী স্লোগানে! Mamata Banerjee : হামলার পর রাজ্যজুড়ে উত্তেজনা, মমতার হুঁশিয়ারি— ‘শান্ত থাকুন, উসকানিতে পা দেবেন না’ CM Mamata Banerjee:দুর্যোগে বিপর্যস্ত উত্তরবঙ্গ, মুখ্যমন্ত্রীর নির্দেশ— ‘জীবন আগে, দ্রুত নিরাপদ স্থানে যান’

 

West Bengal

1 year ago

Pathar Pratima: পাথর প্রতিমায় নাবালককে টেনে নিল কুমির! তল্লাশি শুরু করল বন দফতর

The crocodile pulled the minor in the stone statue! The forest department started the search
The crocodile pulled the minor in the stone statue! The forest department started the search

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ দক্ষিণ ২৪ পরগনার সুন্দরবন এলাকায় মাঝেমধ্যেই বাঘের হামলার খবর পাওয়া যায়। এবার সেখানে কুমিরের আক্রমণ। ১৩ বছরের নাবালককে কুমির নদিতে টেনে নিয়ে গিয়েছে বলে দাবি স্থানীয়দের। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনর পাথরপ্রতিমা ব্লকের জি প্লট গ্রাম পঞ্চায়েতের গোবর্ধনপুর কোস্টাল থানা এলাকায়। নাবালকের নাম মানিক ভোক্তা। ইতিমধ্যেই গোবর্ধনপুর কোস্টাল থানার পুলিশ, বড় দফতরের কর্মীরা এবং রাজ্যের শাসকদলের অঞ্চল সভাপতি শেখ নুর ইসলামের ব্যবস্থাপনায় লঞ্চ এবং ট্রলার নিয়ে নদীতে তল্লাশি শুরু করেছে।
জানা গিয়েছে, সোমবার বিকেল সাড়ে তিনটা নাগাদ এই ঘটনাটি ঘটে। বাবার সঙ্গে নদীতে কাঁকড়া ধরতে গিয়েছিল সে। সেই সময়ই এই বিপত্তি ঘটে। নাবালকে টেনে নিয়ে যায় নদীতে। বিষয়টি নজরে আসার পরেই এলাকায় ছড়ায় ব্যাপক চাঞ্চল্য। তড়িঘড়ি খবর যায় প্রশাসনের কাছে। তারপরেই ওই নাবালকের খোঁজে শুরু হয় তল্লাশি। DFO মিলন মণ্ডল জানান, তাঁরা বিকেল ৪টে নাগাদ খবর পান। জানার পরেই ঘটনাস্থলে পৌঁছন বনদফতরের কর্মীরা। যদিও নদীর পাড় থেকে নাবালককে কুমিরের টেনে নিয়ে যাওয়ার কোনও চিহ্ন তাঁরা পাননি বলেই জানিয়েছেন ডিএফও। নাবালকের খোঁজ তল্লাশি চালান হচ্ছে। তবে রাত হয়ে যাওয়ায় আপাতত তল্লাশি অভিযান বন্ধ আছে। মঙ্গলবার সকালে ফের তল্লাশি শুরু হবে বলে জানান তিনি।

You might also like!