West Bengal

1 week ago

Sukanta Majumdar: পশ্চিমবঙ্গে হিন্দুদের উপর নির্যাতনের ভয়ঙ্কর ছবি সব ভারতীয়কে দেখার আর্জি সুকান্তর

Sukanta Majumdar
Sukanta Majumdar

 

কলকাতা: “পশ্চিমবঙ্গের মাটিতে হিন্দুদের উপর এমন মৌলবাদী নির্যাতনের ভয়ঙ্কর বাস্তবিকতা সমস্ত ভারতীয়র দেখা উচিত।” এক্সবার্তায় এই মন্তব্য লিখেছেন কেন্দ্রীয় মন্ত্রী তথা রাজ্য বিজেপি-র সভাপতি সুকান্ত মজুমদার।

একটি বাংলা সংবাদ চ্যানেলের সংশ্লিষ্ট খবরের ভিডিয়ো যুক্ত করে সুকান্তবাবু লিখেছেন, “শামসেরগঞ্জে উগ্র মৌলবাদী হিংস্রতার আরও একখণ্ড ভয়াবহ ছবি দেখুন : একজন হিন্দু শিক্ষককে প্রায় ২০০ জন আক্রমণকারী ঘেরাও করে রাখে। তাদের মূল উদ্দেশ্যই ছিল শিক্ষকের প্রাণনাশ করা। অবাক হয়ে ওই শিক্ষক দেখেন, এদের অনেকেই তাঁর প্রাক্তন ছাত্র, যাদের একদা সন্তানস্নেহে তিনি শিক্ষা দিয়েছিলেন

তিনি পরিস্থিতির ভয়াবহতা অনুধাবন করার আগেই আক্রমণকারীরা তাঁর বাড়ি ঘর জ্বালিয়ে দেয়। সম্পত্তি ধ্বংস করার অপচেষ্টা শুরু করে। ব্যর্থ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজত্বে পশ্চিমবঙ্গের মাটিতে হিন্দুদের উপর এমন মৌলবাদী নির্যাতনের ভয়ঙ্কর বাস্তবিকতা সমস্ত ভারতীয়র দেখা উচিত।”

You might also like!