Breaking News
 
Mamata Banerjee: তৃণমূল টিমকে আটকানোর পরেই মমতার কড়া হুঁশিয়ারি: ‘আমি নিজে যাব, কত দম আছে দেখব!’ Mamata Banerjee:ছটপুজোর প্রসঙ্গ টেনে মমতার আক্রমণ: 'বিহারের জন্য ছাড়, আর উত্তরবঙ্গের ভাড়া ১৮ হাজার! এটা কি বৈষম্য নয়?' Tripura:‘গান্ধীবাদ’ ছেড়ে এবার ‘সুভাষ’ হওয়ার ডাক! ত্রিপুরায় ‘পুলিশি সন্ত্রাস’-এর প্রতিবাদে সরব তৃণমূল TMC: আটক তৃণমূল প্রতিনিধি দল, পুলিশি বাধার মুখে ত্রিপুরা বিমানবন্দর কাঁপল 'সন্ত্রাস' বিরোধী স্লোগানে! Mamata Banerjee : হামলার পর রাজ্যজুড়ে উত্তেজনা, মমতার হুঁশিয়ারি— ‘শান্ত থাকুন, উসকানিতে পা দেবেন না’ CM Mamata Banerjee:দুর্যোগে বিপর্যস্ত উত্তরবঙ্গ, মুখ্যমন্ত্রীর নির্দেশ— ‘জীবন আগে, দ্রুত নিরাপদ স্থানে যান’

 

West Bengal

1 year ago

Rachana on Didi No 1: রাজনীতির মাঠেও এ বার 'দিদি নম্বর ওয়ান' হলেন রচনা

Rachana on Didi No 1
Rachana on Didi No 1

 

হুগলি, ৪ জুন : লোকসভা নির্বাচনে হুগলি কেন্দ্রে বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়কে হারিয়ে বিজয়ী হলেন তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়।এ দিন সকাল সাড়ে ৯টায় ব্যালটে এগিয়ে ছিলেন রচনা বন্দ্যোপাধ্যায়।

সকাল ১০টা ০৮এ হুগলি লোকসভা কেন্দ্র প্রথম রাউন্ডে বলাগর ও ধনিয়াখালি বিধানসভার গণনার পরে ৩,৬৯৮ ভোটে এগিয়ে ছিলেন লকেট।সাড়ে ১০টায় ৩,৪৬৫ এগিয়ে ছিলেন তৃণমূল প্রার্থী। রচনা ৩৮,০৪৭ ভোট পান। সেখানে লকেট পান ৩৪,৫৮২ ভোট।

সকাল ১১টা ১০এ দ্বিতীয় রাউন্ডে হুগলি কেন্দ্রে ১২,২৮৪ ভোটে এগিয়ে ছিলেন রচনা বন্দ্যোপাধ্যায়। বেলা ১১টা ৪৫এ তৃতীয় রাউন্ডের পরে লকেট-রচনার ব্যবধান আরও বাড়ে। ১৪,০৩৯ ভোটে এগিয়ে যান রচনা।

বেলা ১২টা ৩২এ সবুজ আবিরে বিজয় উল্লাসে মাতল তৃণমূল। ১৪,৯৮৪ ভোট নিয়ে এগিয়ে যান রচনা বন্দ্যোপাধ্যায়। লকেট চট্টোপাধ্যায়ের প্রাপ্ত ভোট ছিল ১১,৫৮৭।১টা ৩৮এ পঞ্চম রাউন্ডে ১,৯৩,২৬০ ভোট পেয়ে ২৪,০৮৪ ভোটে এগিয়ে যান রচনা। লকেট পান ১৬৯১৭৬।

২টো ১০এ হুগলি কেন্দ্রের ষষ্ঠ রাউন্ডেও ২৮,০৫৬ ভোটে এগিয়ে থাকেন রচনা বন্দ্যোপাধ্যায়। হুগলিতে তার আগেই বিজয় উল্লাস শুরু হয়ে যায়। ৪টে ৩এ ২৯, ৪৪৯ ভোটে পিছিয়ে যান লকেট। এগিয়ে রচনা।

প্রসঙ্গত, প্রথম দিন প্রচারকেন্দ্রে যাওয়ার পথে চারিদিকে শুধু ‘ধোঁয়া’ দেখেছিলেন রচনা। ২০ মে হুগলি কেন্দ্রে লোকসভা ভোট হয়েছিল। ফলপ্রকাশের আগের দিন গণনাকেন্দ্র ঘুরে মন্তব্য করেছিলেন, ‘‘সবার উপর মানুষ সত্য।’’ ভোটের ফলাফল যা হবে, তা মেনে নেবেন তিনি।


You might also like!