West Bengal

7 hours ago

Murshidabad News: বোমার আঘাতে মৃত্যু এক ব্যক্তির, ব্যাপক উত্তেজনা নওদার গ্রামে

Bomb attack kill one  at  Nowda village
Bomb attack kill one at Nowda village

 

মুর্শিদাবাদ, ১ জুলাই : মঙ্গলবার সকালে মুর্শিদাবাদ জেলার নওদা থানার আলিনগর গ্রামে পারিবারিক জমি বিবাদ ঘিরে চলল ব্যাপক বোমাবাজি। সেই বোমার আঘাতে মৃত্যু হয় এক ব্যক্তির। ঘটনার পর ব্যাপক উত্তেজনা ছড়ায়। মৃতদেহ উদ্ধারে গেলে পুলিশকে বাধা দেওয়া হয় বলেও অভিযোগ। মৃত ব্যক্তির নাম রফিকুল শেখ। জানা গিয়েছে, বেশ কিছু দিন ধরেই একটি জমি নিয়ে বিবাদ চলছিল রফিকুল শেখের সঙ্গে তাঁর খুড়তুতো ভাইদের। মঙ্গলবার সকালে ফের ওই জমি নিয়ে বিবাদ শুরু হয় দু’পক্ষের। বিবাদের মধ্যেই শুরু হয় যথেচ্ছ বোমাবাজি। অভিযোগ, রফিকুল শেখকে লক্ষ্য করে ছোড়া হয় বোমা। সেই বোমার আঘাতে ঘটনাস্থলেই মারা যান ওই ব্যক্তি।

সাতসকালে বোমাবাজির ঘটনায় আতঙ্ক ছড়ায় ওই এলাকায়। বোমাবাজি দেখে ঘটনাস্থলে ছুটে যান রফিকুলের পরিবারের সদস্যরা। রক্তাক্ত অবস্থায় ওই ব্যক্তিতে রাস্তা উপরে পড়ে থাকতে দেখা যায়। ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্তরা। মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই এলাকায় তীব্র ক্ষোভ ছড়ায়। মৃতদেহ ঘিরে বিক্ষোভ চলতে থাকে। খবর পেয়ে নওদা থানার পুলিশ আলিনগর গ্রামে পৌঁছয়। পুলিশকে ঘিরেও চলে বিক্ষোভ। মৃতদেহ তুলতে বাধা দেওয়া হয় বলে অভিযোগ। দুষ্কৃতীদের অবিলম্বে গ্রেফতারের দাবি তোলে পরিবারের লোকজন। কীভাবে এত বোমা গ্রামে মজুত হচ্ছে? কোথা থেকে আসছে ওই বোমা? সেই প্রশ্ন উঠেছে।

You might also like!