Breaking News
 
Mamata Banerjee: তৃণমূল টিমকে আটকানোর পরেই মমতার কড়া হুঁশিয়ারি: ‘আমি নিজে যাব, কত দম আছে দেখব!’ Mamata Banerjee:ছটপুজোর প্রসঙ্গ টেনে মমতার আক্রমণ: 'বিহারের জন্য ছাড়, আর উত্তরবঙ্গের ভাড়া ১৮ হাজার! এটা কি বৈষম্য নয়?' Tripura:‘গান্ধীবাদ’ ছেড়ে এবার ‘সুভাষ’ হওয়ার ডাক! ত্রিপুরায় ‘পুলিশি সন্ত্রাস’-এর প্রতিবাদে সরব তৃণমূল TMC: আটক তৃণমূল প্রতিনিধি দল, পুলিশি বাধার মুখে ত্রিপুরা বিমানবন্দর কাঁপল 'সন্ত্রাস' বিরোধী স্লোগানে! Mamata Banerjee : হামলার পর রাজ্যজুড়ে উত্তেজনা, মমতার হুঁশিয়ারি— ‘শান্ত থাকুন, উসকানিতে পা দেবেন না’ CM Mamata Banerjee:দুর্যোগে বিপর্যস্ত উত্তরবঙ্গ, মুখ্যমন্ত্রীর নির্দেশ— ‘জীবন আগে, দ্রুত নিরাপদ স্থানে যান’

 

West Bengal

1 year ago

Trinamool's Jagdish Basunia won:কোচবিহারে নিশীথের হার, জয়ী তৃণমূলের জগদীশ বসুনিয়া

Trinamool's Jagdish Basunia won
Trinamool's Jagdish Basunia won

 

কোচবিহার, ৪ জুন : কোচবিহারে অতি গুরুত্বপূর্ণ লড়াইয়ে হেরে গেলেন বিজেপির ওজনদার প্রার্থী তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিক। জয়ী হলেন তৃণমূলের প্রার্থী জগদীশ বসুনিয়া। ২০১৯ বিজেপির টিকিটে এই কেন্দ্র থেকে সাংসদ হয়েছিলেন নিশীথ প্রামাণিক। স্বরাষ্ট্রপ্রতি মন্ত্রীর দায়িত্বও পেয়েছিলেন। এবার আর সাংসদ পদ ধরে রাখতে পারলেন না নিশীথ।

লোকসভা ভোটের আগে কোচবিহার থেকে প্রচার শুরু করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীকে দেখতে উপচে পড়েছিল ভিড়। একই দিনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যেপাধ্যায়ও কোচবিহারে জগদীশ বসুনিয়ার সমর্থনে পাল্টা সভা করেন। দুই প্রার্থীর প্রচারপর্ব আগাগোড়াই ছিল জমকালো। মঙ্গলবার ভোট গণনার প্রথম থেকেই দুই প্রার্থীর লড়াই ছিল নজরকাড়া। শেষ হাসি হাসলেন অবশ্য তৃণমূলের প্রার্থীর জগদীশ বসুনিয়া।

যে ভাবে এগিয়েছে গণনা পর্ব, এক নজরে দেখে নেওয়া যাক-

সকাল ৯টা ৫০-এ প্রথম রাউন্ডের গণনার শেষে পিছিয়ে পড়েন নিশীথ অধিকারী। এগিয়ে যান জগদীশ বসুনিয়া। সকাল ১০টা ০৪এ ৬,৩০৭ ভোটে এগিয়ে যায় তৃণমূল। ১০টা ৩৭এ নিশীথ অধিকারীর সঙ্গে জগদীশ বসুনিয়ার হাড্ডাহাড্ডি লড়াই চলছিল। সেখানে তাঁদের মধ্যে ব্যবধান কমে। ৫১৩৩ ভোটে এগিয়ে ছিলেন তৃণমূল প্রার্থী।

বেলা ১১টা ৩৬এ ১৩৭২ ভোটে এগিয়ে যান নিশীথ অধিকারী। পিছিয়ে পড়েন জগদীশ বসুনিয়া। দুপুর ১২ টা ৫৬তে নিশীথকে পিছনে ফেলে অল্প ব্যবধানে এগিয়ে যান জগদীশ বসুনিয়া। দুপুর ১টা ৫৫তে পিছিয়ে থাকেন নিশীথ। ৭০২৪ ভোটে এগিয়ে যান জগদীশ।

দুপুর ২টো ২৪এ তৃণমূল এগিয়ে থাকলেও নিশীথ বসুনিয়ার লড়াইয়ে সামান্য ব্যবধান কমে। দুপুর সাড়ে ৩টায় গতি নেন বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিক। ১৪৩৬ ভোটে বসুনিয়াকে টপকে যান তিনি। বিকেল চারটায় ২৭, ৪০৪৬ ভোটে পিছিয়ে যান নিশীথ। এগিয়ে যান তৃণমূলের বসুনিয়া।


You might also like!