Breaking News
 
Mamata Banerjee: ‘বিজেপির লুট ও গণতন্ত্র হত্যা’, আইপ্যাক অফিসে ইডি অভিযানের প্রতিবাদে মিছিলের ডাক মমতার Mamata Banerjee at I-PAC Office: 'মার্ডার অফ ডেমোক্রেসি',সল্টলেকে আইপ্যাক অফিসে তল্লাশি, বিজেপি সরকারকে কটাক্ষ মমতার Mamata banerjee: ‘আমাদের ভোটের স্ট্র্যাটেজি ছিনতাই করা হয়েছে’—ইডি হানার মধ্যে I-PAC দপ্তরে তোপ দাগলেন মমতা Mamata Banerjee: তল্লাশির আবহে প্রতীকের বাড়ি থেকে I-PAC, মুখ্যমন্ত্রীর গাড়িতে তোলা হল গুরুত্বপূর্ণ নথি ED Raid at I-PAC Office: সল্টলেক ও লাউডন স্ট্রিটে ইডির তল্লাশি, কয়লা পাচারের পুরনো মামলায় প্রতীক জৈনের বাড়িতে তল্লাশি TMC government initiatives:তিন কর্মসূচিতেই কেল্লাফতে? বিরোধীদের রুখতে নবান্নের হাতিয়ার এখন পরিষেবা আর ‘পাঁচালি’ প্রচারের কড়া নজরদারি

 

West Bengal

2 days ago

Trinamool Worker Attack: ভাঙড়ে তৃণমূল কর্মীকে মারধরের অভিযোগ, আইএসএফের বিরুদ্ধে তদন্তে পুলিশ

Family members in front of the hospital
Family members in front of the hospital

 

ভাঙড়, ৬ জানুয়ারি : ভাঙড়ে ফের রাজনৈতিক উত্তেজনা। সোমবার রাতে তৃণমূল কংগ্রেসের এক কর্মীকে মারধরের অভিযোগ উঠল আইএসএফ সমর্থকদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে ভাঙড় দু’নম্বর ব্লকের উত্তর কাশিপুর থানার অন্তর্গত ছেলেগোয়ালিয়া এলাকায়। অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

আহত তৃণমূল কর্মীর নাম শরিফুল মোল্লা। অভিযোগ, ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লার নামে গালিগালাজ করছিলেন আইএসএফ সমর্থকরা। সেই গালিগালাজের প্রতিবাদ করতেই শরিফুল মোল্লার উপর চড়াও হয়ে তাঁকে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে জিরেনগাছা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে আসা হয় চিকিৎসার জন্য।

আহত শরিফুল মোল্লার স্ত্রী নাসিমা বিবি জানান, বিধায়ক শওকত মোল্লার নামে কটূক্তির প্রতিবাদ করায় তাঁর স্বামীকে মারধর করা হয়। এই ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হবে বলেও জানান তিনি। এ বিষয়ে ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা বলেন, “ভাঙড়ে আইএসএফ পাগলা কুকুরের মতো আচরণ করছে, যেখানে সেখানে কামড় দিচ্ছে। এতে এলাকার পরিবেশ নষ্ট হচ্ছে। যতই কামড়াকামড়ি করুক, শেষ হাসি ভাঙড় বিধানসভায় তৃণমূল কংগ্রেসই হাসবে।” যদিও এই ঘটনায় এখনও পর্যন্ত আইএসএফের পক্ষ থেকে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

You might also like!