Breaking News
 
Mamata Banerjee: ‘বিজেপির লুট ও গণতন্ত্র হত্যা’, আইপ্যাক অফিসে ইডি অভিযানের প্রতিবাদে মিছিলের ডাক মমতার Mamata Banerjee at I-PAC Office: 'মার্ডার অফ ডেমোক্রেসি',সল্টলেকে আইপ্যাক অফিসে তল্লাশি, বিজেপি সরকারকে কটাক্ষ মমতার Mamata banerjee: ‘আমাদের ভোটের স্ট্র্যাটেজি ছিনতাই করা হয়েছে’—ইডি হানার মধ্যে I-PAC দপ্তরে তোপ দাগলেন মমতা Mamata Banerjee: তল্লাশির আবহে প্রতীকের বাড়ি থেকে I-PAC, মুখ্যমন্ত্রীর গাড়িতে তোলা হল গুরুত্বপূর্ণ নথি ED Raid at I-PAC Office: সল্টলেক ও লাউডন স্ট্রিটে ইডির তল্লাশি, কয়লা পাচারের পুরনো মামলায় প্রতীক জৈনের বাড়িতে তল্লাশি TMC government initiatives:তিন কর্মসূচিতেই কেল্লাফতে? বিরোধীদের রুখতে নবান্নের হাতিয়ার এখন পরিষেবা আর ‘পাঁচালি’ প্রচারের কড়া নজরদারি

 

West Bengal

1 day ago

Abhishek Banerjee: “যতই করো হামলা, আবার জিতবে বাংলা” নির্বাচনের আগে তীব্র আক্রমণ, ময়দানে অভিষেক বন্দ্যোপাধ্যায়

Abhishek Banerjee
Abhishek Banerjee

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: নির্বাচনের মাত্র কয়েক মাস বাকি থাকায় বাংলার রাজনীতির উত্তাপ বেড়ে গেছে। সেই প্রেক্ষিতে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ময়দানে নেমে পড়েছেন। এদিন তিনি ইটাহারে রোড শো করে ভোটারদের সঙ্গে সরাসরি সংযোগ স্থাপন করেন। তাঁর গাড়ির ছাদে উঠে তিনি রাস্তার দু’ধারে দাঁড়ানো মানুষের উদ্দেশে হাত নাড়িয়ে শুভেচ্ছা জানান, কখনও গোলাপের পাপড়ি ছুঁড়ে দেন। 

রোড শোতে অভিষেক বার্তা দেন, “যতই হামলা করা হোক, বাংলা আবার জিতবে।” তিনি ২৬ তারিখ তৃণমূল কংগ্রেসের চতুর্থবারের সরকার গড়ার ডাকও দেন এবং নির্বাচনের জন্য স্পষ্ট টার্গেটও ফিক্স করেন। অভিষেকের কথায়, উত্তর দিনাজপুরে ৯টি এবং দক্ষিণ দিনাজপুরে ৬টি আসন জিততে হবে, অর্থাৎ মোট ১৫-০। এদিন অভিষেক পরিযায়ী শ্রমিকদের সঙ্গে সাক্ষাৎ করেন, যারা মহারাষ্ট্রের জেল থেকে ফিরেছেন। তাঁদের দুঃসহ অভিজ্ঞতা শুনে তিনি উদ্বেগ প্রকাশ করেন এবং বলেন, “কারও চোখের জল বিফলে যাবে না।” পাশাপাশি বাংলায় ভাষার কারণে মানুষকে “বাংলাদেশি” বলে চিহ্নিত করার বিষয়ে কেন্দ্রীয় তৎপরতাকে কঠোর সমালোচনা করেন।   অভিষেক বলেন, ”বাংলায় কথা বললেই বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়া হচ্ছে। বাংলাকে ভাতে মারার চেষ্টা করা হয়েছে। বাংলা থেকে অসুরদের তাড়াতে একজোট হয়ে লড়াই করতে হবে।” এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেখতে ইটাহারের রাস্তার দু’ধারে মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো। তাঁদের উদ্দেশ্যে তৃণমূল সাংসদ বলেন, ”এটা তো শুধুই ট্রেলার, আগামিদিনে ওদের সিনেমা দেখাতে হবে।” 

রাজনীতি ও পার্টি পরে হবে, কিন্তু মানুষের চোখের জলকে অবহেলা করা ঠিক নয়। অভিষেকের বার্তা স্পষ্ট: আগামী নির্বাচনে তৃণমূলের জয় অনিবার্য এবং বাংলার মানুষকে রক্ষা করতে একজোট হয়ে লড়াই করতে হবে। ইটাহারে উপস্থিত জনতার সংখ্যা চোখে পড়ার মতো, যা প্রমাণ করছে মানুষের মধ্যে তৃণমূলের প্রতি সমর্থন দৃঢ়। অভিষেকের বক্তব্যে নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তাপ এবং সংবেদনশীল ইস্যু উভয়েরই প্রতিফলন দেখা যায়।

You might also like!