Breaking News
 
Mamata Banerjee: তৃণমূল টিমকে আটকানোর পরেই মমতার কড়া হুঁশিয়ারি: ‘আমি নিজে যাব, কত দম আছে দেখব!’ Mamata Banerjee:ছটপুজোর প্রসঙ্গ টেনে মমতার আক্রমণ: 'বিহারের জন্য ছাড়, আর উত্তরবঙ্গের ভাড়া ১৮ হাজার! এটা কি বৈষম্য নয়?' Tripura:‘গান্ধীবাদ’ ছেড়ে এবার ‘সুভাষ’ হওয়ার ডাক! ত্রিপুরায় ‘পুলিশি সন্ত্রাস’-এর প্রতিবাদে সরব তৃণমূল TMC: আটক তৃণমূল প্রতিনিধি দল, পুলিশি বাধার মুখে ত্রিপুরা বিমানবন্দর কাঁপল 'সন্ত্রাস' বিরোধী স্লোগানে! Mamata Banerjee : হামলার পর রাজ্যজুড়ে উত্তেজনা, মমতার হুঁশিয়ারি— ‘শান্ত থাকুন, উসকানিতে পা দেবেন না’ CM Mamata Banerjee:দুর্যোগে বিপর্যস্ত উত্তরবঙ্গ, মুখ্যমন্ত্রীর নির্দেশ— ‘জীবন আগে, দ্রুত নিরাপদ স্থানে যান’

 

West Bengal

1 year ago

Kishanganj:মিড-ডে মিলের খাবারে বিষক্রিয়ায় কিশনগঞ্জে অসুস্থ শতাধিক পড়ুয়া

Hundreds of students are sick in Kishanganj due to mid-day meal poisoning
Hundreds of students are sick in Kishanganj due to mid-day meal poisoning

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ কিশনগঞ্জ শহরের অদূরে মিহীনগাঁও গ্রাম পঞ্চায়েতের অধীন তিনটি প্রাথমিক ও জুনিয়র হাই স্কুলে মিড-ডে মিলের খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়লেন শতাধিক পড়ুয়া। শুক্রবার এমনই ঘটনা ঘটেছে । অসুস্থতার খবর পাওয়া মাত্রই পড়ুয়াদের চিকিৎসার জন্য নিয়ের যাওয়া হয়েছে কিশনগঞ্জ সদর হাসপাতালে। খাদ্যে বিষক্রিয়ার কারণেই এই ঘটনা ঘটেছে বলে অনুমান চিকিৎসকদের। একের পর এক পড়ুয়ার অসুস্থতার খবরে আতঙ্কিত হয়ে পড়েন অবিভাবকরা।

জানা গিয়েছে, মিড-ডে মিল খেয়ে অসুস্থ হয়ে পড়ে মারুয়াটোলী স্কুল, মিহীনগাঁও স্কুল ও ফুলবস্তি স্কুলের শতাধিক পড়ুয়া। এদিন পড়ুয়াদের পাতে পড়েছিল পোলাও, ছোলার ঘুগনি ও সেদ্ধ ডিম। কমিউনিটি কিচেনের মাধ্যমে তিনটি স্কুলের পড়ুয়াদের জন্য মিডি-ডে মিলে রান্না করে একটি সেলফ হেল্প গ্রুপ। এই খাবার খাওয়ার কিছুক্ষণ পর থেকেই অসুস্থ হতে শুরু করে পড়ুয়ারা। সংখ্যাটা একশো ছাড়িয়ে যায়। বমির পাশাপাশি পেট ব্যথায় অচেতন হয়ে পড়ে অনেকেই। খবর পাওয়া মাত্রই স্কুলগুলিতে অ্যাম্বুল্যান্স পাঠিয়ে কিশনগঞ্জ সদর হাসপাতালে অসুস্থ পড়ুয়াদের আনার কাজ শুরু করে জেলা স্বাস্থ্য প্রশাসন। বর্তমানে প্রত্যেক অসুস্থ পড়ুয়াই হাসপাতালে চিকিৎসাধীন। অধিকাংশ পড়ুয়ার বয়স পাঁচ থেকে বারোর মধ্যে।

You might also like!