Breaking News
 
Mamata Banerjee: তৃণমূল টিমকে আটকানোর পরেই মমতার কড়া হুঁশিয়ারি: ‘আমি নিজে যাব, কত দম আছে দেখব!’ Mamata Banerjee:ছটপুজোর প্রসঙ্গ টেনে মমতার আক্রমণ: 'বিহারের জন্য ছাড়, আর উত্তরবঙ্গের ভাড়া ১৮ হাজার! এটা কি বৈষম্য নয়?' Tripura:‘গান্ধীবাদ’ ছেড়ে এবার ‘সুভাষ’ হওয়ার ডাক! ত্রিপুরায় ‘পুলিশি সন্ত্রাস’-এর প্রতিবাদে সরব তৃণমূল TMC: আটক তৃণমূল প্রতিনিধি দল, পুলিশি বাধার মুখে ত্রিপুরা বিমানবন্দর কাঁপল 'সন্ত্রাস' বিরোধী স্লোগানে! Mamata Banerjee : হামলার পর রাজ্যজুড়ে উত্তেজনা, মমতার হুঁশিয়ারি— ‘শান্ত থাকুন, উসকানিতে পা দেবেন না’ CM Mamata Banerjee:দুর্যোগে বিপর্যস্ত উত্তরবঙ্গ, মুখ্যমন্ত্রীর নির্দেশ— ‘জীবন আগে, দ্রুত নিরাপদ স্থানে যান’

 

West Bengal

1 year ago

Fire price of potatoes:অগ্নিমূল্য আলুর দাম: বিপাকে স্কুলের মিড ডে মিল

Fire price of potatoes
Fire price of potatoes

 

পূর্ব বর্ধমান, ২৫ জুলাই  : পূর্ব বর্ধমান সহ পশ্চিমবঙ্গ জুড়ে আলুর অস্বাভাবিক মূল্যবৃদ্ধি স্কুলের মিড ডে মিলের জন্য সমস্যার সৃষ্টি করেছে। আলু, যা মিড ডে মিলের একটি গুরুত্বপূর্ণ উপাদান, তার দাম ক্রমশ বাড়তে থাকায় সরকারি স্কুল কর্তৃপক্ষ বিপাকে পড়েছেন।

বাজারে আলুর অপ্রতুল জোগান ও মূল্যবৃদ্ধির প্রধান কারণ হল পশ্চিমবঙ্গ প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি এবং পশ্চিমবঙ্গ হিমঘর অ্যাসোসিয়েশনের কর্মবিরতি। পুলিশের হয়রানিসহ বিভিন্ন অভিযোগ তুলে এই সংগঠনগুলি অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি ঘোষণা করেছে। এর ফলে উত্তর থেকে দক্ষিণবঙ্গের হিমঘরগুলিতে কাজ বন্ধ রয়েছে, এবং বাজারে আলুর জোগান কমে গেছে।

হিমঘরে পর্যাপ্ত পরিমাণে আলু মজুত থাকলেও, কর্মবিরতির কারণে তা বাজারে পৌঁছাতে পারছে না। এর ফলে খুচরো বাজারে আলুর দাম ৩০ টাকা থেকে বেড়ে ৪০ টাকা (প্রতি কেজি) হয়েছে। এই মূল্যবৃদ্ধি সরাসরি স্কুলের মিড ডে মিলে প্রভাব ফেলছে। শিক্ষকরা জানিয়েছেন, আলুর দাম বৃদ্ধি পাওয়ার ফলে মিড ডে মিলে বাচ্চাদের পাতে আলু দিতে সমস্যা হচ্ছে। আলুর দাম কমানোর জন্য তারা দাবি জানিয়েছেন, যাতে ছাত্রছাত্রীরা নিয়মিতভাবে পুষ্টিকর খাদ্য পেতে পারে।

আলুর এই অগ্নিমূল্য পরিস্থিতি সাধারণ মানুষের মধ্যেও উদ্বেগ সৃষ্টি করেছে। যদি শীঘ্রই এই অচলাবস্থা সমাধান না হয়, তবে আলুর বাজারে আরও সংকটময় পরিস্থিতির সৃষ্টি হতে পারে। সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দ্রুত পদক্ষেপের দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।


You might also like!