Breaking News
 
Mamata Banerjee: তৃণমূল টিমকে আটকানোর পরেই মমতার কড়া হুঁশিয়ারি: ‘আমি নিজে যাব, কত দম আছে দেখব!’ Mamata Banerjee:ছটপুজোর প্রসঙ্গ টেনে মমতার আক্রমণ: 'বিহারের জন্য ছাড়, আর উত্তরবঙ্গের ভাড়া ১৮ হাজার! এটা কি বৈষম্য নয়?' Tripura:‘গান্ধীবাদ’ ছেড়ে এবার ‘সুভাষ’ হওয়ার ডাক! ত্রিপুরায় ‘পুলিশি সন্ত্রাস’-এর প্রতিবাদে সরব তৃণমূল TMC: আটক তৃণমূল প্রতিনিধি দল, পুলিশি বাধার মুখে ত্রিপুরা বিমানবন্দর কাঁপল 'সন্ত্রাস' বিরোধী স্লোগানে! Mamata Banerjee : হামলার পর রাজ্যজুড়ে উত্তেজনা, মমতার হুঁশিয়ারি— ‘শান্ত থাকুন, উসকানিতে পা দেবেন না’ CM Mamata Banerjee:দুর্যোগে বিপর্যস্ত উত্তরবঙ্গ, মুখ্যমন্ত্রীর নির্দেশ— ‘জীবন আগে, দ্রুত নিরাপদ স্থানে যান’

 

West Bengal

1 year ago

Due to continuous rains in Shantipur: টানা বৃষ্টিতে শান্তিপুরে বিপর্যস্ত পুকুর ও চাষের জমি, মাথায় হাত কৃষকদের

Due to continuous rains in Shantipur
Due to continuous rains in Shantipur

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ দুদিনের টানা মুষলধারে বৃষ্টিতে শান্তিপুরের একাধিক পুকুর এবং চাষের জমি ভেসে গিয়েছে। পুকুর মালিকরা জানাচ্ছেন, লক্ষ লক্ষ টাকার মাছ নষ্ট হয়ে গেছে। অনেক কষ্ট করে টাকা জমিয়ে তারা মাছ চাষ করেছিলেন, কিন্তু এই বৃষ্টিতে তাদের রুজি রোজগারে জল ঢেলে দিয়েছে। তাদের মতে, এই বৃষ্টির কারণে পুকুরের মাছ ভেসে গিয়ে তারা প্রচুর আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছেন।

চাষের জমিতেও ধানসহ বিভিন্ন ফসল এখন জলের তলায়। মাথায় হাত কৃষকদের, কারণ তাদের সারা বছরের পরিশ্রম আজ জলের স্রোতে ভেসে যাচ্ছে। যদিও পাট চাষীদের জন্য এই বৃষ্টি কিছুটা ভালো দিক নিয়ে এসেছে, তবে অন্য ফসল চাষীরা চরম দুঃখে দিন কাটাচ্ছেন।

অপরদিকে, গঙ্গার তীরবর্তী এলাকার মানুষ আতঙ্কে দিন কাটাচ্ছেন, কারণ ভাগীরথীর জল বেড়ে গিয়ে বন্যার আশঙ্কা রয়েছে। এই অবস্থায় কৃষক ও মাছ চাষের সঙ্গে যুক্ত মানুষদের অবস্থা অত্যন্ত শোচনীয়। তাদের দাবি, প্রশাসন যেন দ্রুত তাদের পাশে এসে দাঁড়ায় এবং প্রয়োজনীয় সহায়তা প্রদান করে।

You might also like!