আরজি কর থেকে কসবা, নারী নিরাপত্তা, ন্যায় দাবিতেএবং অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে SUCI (কমিউনিস্ট) এর ডাকে মহিলাদের বিক্ষোভ মিছিল। গড়িয়াহাট মোড় থেকে সাউথ ক্যালকাটা 'ল' কলেজ হয়ে কসবা থানা পর্যন্ত প্ল্যাকার্ড হাতে মিছিল করেন সর্বস্তরের মহিলারা। কোনওরকম অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছিল।