Breaking News
 
GOAT Tour: কলকাতায় মেসি-উন্মাদনা—কিং খানের সঙ্গে ফ্রেমবন্দি আর্জেন্তাইন মহাতারকা Shivraj Patil death: অসুস্থতা কেড়ে নিল প্রাণ, প্রয়াত প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী শিবরাজ পাটিল Khaleda Zia's Health Deteriorates: শারীরিক অবস্থার অবনতি, ভেন্টিলেশনে খালেদা জিয়া WB HS Exam: বড় স্বস্তি পেল উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা! প্রশ্নপত্র পড়ার জন্য এবার দেওয়া হবে অতিরিক্ত ১০ মিনিট—শিক্ষা সংসদের গুরুত্বপূর্ণ ঘোষণা Hardik Pandya: মাহিকা আসায় জীবন বদলে গেছে! পাপারাজ্জিদের সঙ্গে বিতর্কের পর প্রেমিকার প্রশংসায় পঞ্চমুখ হার্দিক পান্ডিয়া Humayun Kabir: বিস্ফোরক অভিযোগ! সৌদি আরবের ক্বারী এনেছেন বলে দাবি, কিন্তু তারা রাজ্যেরই বাসিন্দা—মসজিদের শিলান্যাস করে ফের বিতর্কে হুমায়ুন

 

Technology

1 week ago

Ride Easy: Uber Simple: বয়স্ক ও নতুন ব্যবহারকারীদের কথা ভেবেই উবেরে এল ‘সিম্পল মোড’, এখন আরও সহজ অ্যাপ ক্যাব বুকিং

Uber
Uber

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: দেশের অন্যতম জনপ্রিয় অ্যাপ-ভিত্তিক ক্যাব পরিষেবা সংস্থা উবের এবার ব্যবহারকারীদের সুবিধার কথা মাথায় রেখে চালু করল এক নতুন ফিচার—‘সিম্পল মোড’ (Simple Mode)। বিশেষত প্রবীণ এবং প্রযুক্তিতে ততটা অভ্যস্ত নন এমন ব্যবহারকারীদের রাইড বুকিং আরও সহজ করতে এই উদ্যোগ বলে জানিয়েছে সংস্থা। উবেরের তরফে মনে করা হচ্ছে, নতুন ফিচারটি খুব দ্রুতই জনপ্রিয় হয়ে উঠবে। বর্তমান প্রজন্ম যেখানে স্মার্টফোন অ্যাপ ব্যবহারে স্বচ্ছন্দ, অধিকাংশ বয়স্ক মানুষ এখনও প্রযুক্তি নির্ভর পরিষেবায় কিছুটা অস্বস্তি অনুভব করেন। বহু সময়ই উবের বা অন্য কোনও অ্যাপ ক্যাব বুক করতে গিয়ে তাঁদের অন্যের সাহায্যের প্রয়োজন হয়। ভিড়, শব্দ বা তাড়াহুড়োর পরিবেশে ভুল বোতাম চাপার সম্ভাবনাও বেড়ে যায়। ঠিক এই কারণেই উবের আনল ‘সিম্পল মোড’, যা রাইড বুকিং-এর পুরো প্রক্রিয়াকে করবে আরও সহজ, দ্রুত ও ব্যবহারবান্ধব।


কী এই সিম্পল মোড?

এই ফিচারটি বেছে নিলেই তা নিয়মিত ইন্টারফেসের পরিবর্তে একেবারে নতুন এক ডিজাইন করা লেআউট হাজির করবে ইউজারের সামনে। এতে রয়েছে-

* বড় এবং উজ্জ্বল হরফ; 

* আকারে বড় এবং কম সংখ্যক আইকন;

* সুবিন্যস্ত মানচিত্র এবং কনফার্মেশন স্ক্রিন;

* মোটো, ইন্টারসিটি, রেন্টালসের মতো অপশনগুলি দেখানোই হবে না। বরং এই অ্যাপ স্রেফ সবচেয়ে বেশি ব্যবহৃত রাইডগুলিই দেখাবে;

প্রতিটি পদক্ষেপই সহজ। লক্ষ্য, ইউজাররা যেন বুকিং করতে গিয়ে কোনও রকম অস্বাচ্ছন্দ্য কিংবা অস্বস্তিতে না পড়েন।


কীভাবে চালু করবেন? 

এই নয়া ফিচারের সুযোগ পেতে এই ধাপগুলি পেরতেই হবে-

* উবের অ্যাপটি খুলে ‘অ্যাকাউন্ট’-এ ট্যাপ করুন। একেবারে নিচে ডানদিকে পাবেন।

* সেখান থেকে ‘সেটিংস’-এ যান।

* এরপর স্ক্রোল করে ‘অ্যাক্সেসিবিলিটি’-তে যেতে হবে।

* ‘সিম্পল মোড’ চালু করুন।

* সঙ্গে সঙ্গেই তা সক্রিয় হয়ে উঠবে।

* এরপরই অ্যাপটি তৎক্ষণাৎ নিজেই রিফ্রেশ করবে নিজেকে।

* একটি সরল লেআউট দৃশ্যমান হবে।

এভাবে রাইড বুকিং করা দ্রুততর হবে বলেই মনে করা হচ্ছে।

You might also like!