দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা গুগল মেসেজ ব্যবহার করেন প্রত্যেকেই। কিন্তু সেই গুগল মেসেজেও স্প্যাম টেক্সট। অনেক ক্ষেত্রেই গুরুত্বপূর্ণ মেসেজগুলো খুঁজে পাওয়া যায় না। কীভাবে সেই স্প্যাম টেক্সট সরাবেন, জেনে নিন।
প্রথমেই আপনার অ্যান্ড্রয়েড ডিভাইস থেকে গুগল মেসেজেস অ্যাপটি খুলুন। স্প্যাম মেসেজটি এলে তাতে লং প্রেস করুন। উপরের ডানদিকে তিনটে ডট মেনু খুলবে। ব্লক অপশনে ক্লিক করতে হবে। ভুল করেও কোনও স্প্যাম মেসেজের লিঙ্কে ক্লিক করবে না।
মোবাইলে যে ওটিপি আসবে, ব্যবহারের পর তা ডিলিট করা যায়। অটো ডিলিট অপশন থাকে সব অ্যান্ড্রয়েড ডিভাইসেই। মেসেজ সেটিংস খুলতে হবে। জেনারেলে নেভিগেট করতে হবে। অর্গানাইজেশনে গিয়ে ২৪ ঘণ্টার মধ্যে ওটিপি অটো ডিলিট অপশন টার্ন অন করে নিন।