Technology

2 years ago

A new planet in the solar system:নতুন সৌরজগতে নতুন গ্রহ - ২৩ ঘন্টাতেই বছর ঘুরে যায়

The new planet of the new solar system - the year revolves in 23 hours
The new planet of the new solar system - the year revolves in 23 hours

 

 দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ পৃথিবীর বিভিন্ন আকাশ গবেষণায় প্রতিদিন নতুন নতুন তথ্য সামনে আসছে। আর এ বিষয়ে এগিয়ে আছে নাসা। নাসার নতুন গবেষণায় উঠে এসেছে এক আশ্চর্য নতুন তথ্য। জানা যাচ্ছে,সৌরজগতের বাইরের এক গ্রহে নতুন সন্ধান পেলেন বিজ্ঞানীরা। গ্রহটিতে রয়েছে জলের চিহ্ন। ফলে এই গ্রহ এখন বিজ্ঞানীদের কৌতূহলের কেন্দ্রে। নাসার জেমস ওয়েব টেলিস্কোপ এই গ্রহের একটি ছবি তুলেছে। তার পর থেকেই আলোচনার কেন্দ্রে উঠে এসেছে গ্রহটি। এই গ্রহের নাম দেওয়া হয়েছে ডব্লিউএএসপি-১৮বি। পৃথিবী থেকে এর দূরত্ব প্রায় ৪০০ আলোকবর্ষ। এই গ্রহ সম্পর্কে উৎসাহের শেষ নেই গবেষকদের।

  ২০০৯ সালে প্রথম গ্রহটির খোঁজ মিলেছিল। সম্প্রতি জেমস ওয়েব টেলিস্কোপের ক্যামেরায় এই গ্রহের ছবি ধরা পড়েছে। বিজ্ঞানীরা দেখেছেন, গ্রহে রয়েছে জলীয় বাষ্প। নাসা জানিয়েছে, গ্রহটি আকারে অনেকটাই বড়। সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ বৃহস্পতির চেয়েও এর আকার প্রায় ১০ গুণ। প্রথমে একটি অতি-উষ্ণ গ্যাসীয় গ্রহ হিসাবে এর পরিচিতি ছিল। বর্তমানে তাতে জলের হদিসও মিলল। বিজ্ঞানীদের দাবি, এই গ্রহ নিজ নক্ষত্রের চার দিকে এক বার ঘুরে আসতে সময় নেয় মাত্র ২৩ ঘণ্টা। অর্থাৎ, পৃথিবীর এক দিনের চেয়েও এই গ্রহের এক বছর ছোট। ২৩ ঘণ্টাতেই এই গ্রহে ঘুরে যায় বছর।

  আকাশ গবেষক জেমস ওয়েব এই গ্রহ নিয়ে দীর্ঘ দিন গবেষণা করছেন। বিজ্ঞানীরা জানিয়েছেন, এই গ্রহের তাপমাত্রা ঘোরাফেরা করে ২৭০০ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। তবে গ্রহের যে অংশ নক্ষত্রের উল্টো দিকে মুখ করে থাকে, সেখানে তাপমাত্রা নেমে যায় অনেকটাই। বিভিন্ন অংশে তাপমাত্রার ফারাক থাকে অন্তত ১০০০ ডিগ্রি সেলসিয়াস। এত তাপমাত্রা সত্ত্বেও জলের উপস্থিতি আলাদা করে ভাবিয়েছে বিজ্ঞানীদের। জেমস ওয়েব টেলিস্কোপের মাধ্যমেই নিখুঁত পর্যবেক্ষণ সম্ভব হয়েছে।

You might also like!