Breaking News
 
JU Bratya Basu Attack: যাদবপুরে শিক্ষামন্ত্রীর গাড়িতে হামলার ছক স্পেন থেকে-দিল্লি বিমানবন্দরে গ্রেফতার যাদবপুরের প্রাক্তনী হিন্দোল মজুমদার! "Detention To Continue": বাংলাদেশি সন্দেহে ধরপাকড় চলবেই, অন্তর্বর্তী স্থগিতাদেশ দিলনা মহামান্য সুপ্রিম কোর্ট! Kanyasree Divas: কন্যাশ্রী দিবসে সাফল্যের খতিয়ান মুখ্যমন্ত্রীর, বিশ্বের ৫৫২ প্রকল্পের মধ্যে সেরা পশ্চিমবঙ্গের কন্যাশ্রী! Karachi aerial firing: স্বাধীনতা দিবসের আনন্দে শূন্যে গুলি, করাচিতে শিশুসহ তিনজনের মৃত্যু, আহত ৬৪! Bengal Metro Expansion: একসঙ্গে তিন মেট্রো প্রকল্পের উদ্বোধন, কলকাতায় মোদি সফরের দিনক্ষণ চূড়ান্ত! Kolkata Metro: নোয়াপাড়া-বারাসত মেট্রোর পথে বড় পদক্ষেপ, শুরু হচ্ছে সয়েল টেস্টিং – আশার আলো উত্তর শহরতলিতে!

 

Technology

3 hours ago

Realme P4 Pro and realme P4:২০ আগস্ট লঞ্চ হবে realme P4 Pro ও realme P4, ফাঁস হল মূল স্পেসিফিকেশন

realme P4 Pro
realme P4 Pro

 

দুরন্তবার্তা ডিজিটাল ডেস্ক :ভারতের বাজারে realmeতাদের নতুন realme P4 সিরিজ লঞ্চের ঘোষণা করেছে। এই সিরিজের অধীনে realme P4 Pro এবং realme P4 ফোনগুলি লঞ্চ করা হবে। কোম্পানির পক্ষ থেকে তাদের ওয়েবসাইট এবং অনলাইন শপিং সাইট ফ্লিপকার্টে মাইক্রোসাইট লাইভ করা হয়েছে। এর মাধ্যমে ফোনের লঞ্চ ডেট, গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশন, ডিজাইন এবং দামের রেঞ্জে সম্পর্কে জানা গেছে। এই ফোনটি মিড রেঞ্জ সেগমেন্টে হাই পারফরমেন্স এবং দুর্দান্ত ভিজুয়াল কোয়ালিটি উপভোগ করা যাবে। আগামী 20 আগস্ট দুপুর 12টা সময়ে realme P4 সিরিজের অধীনে realme P4 Pro এবং realme P4 5G ফোনদুটি লঞ্চ করা হবে।

চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক P4 সিরিজের ডিটেইলস সম্পর্কে।

ডিজাইন-realme P4 Pro ফোনটিতেLiving Natureডিজাইন থাকবে বলে জানানো হয়েছে। এই ফোনটিতে প্রিমিয়াম টেক-বুড মেটেরিয়ালের ব্যাবহার করা হয়েছে। এই ফোনটি Birch Wood, Dark Oak Wood এবং Midnight Ivy এর মতো তিনটি কালার অপশনে পেশ করা হবে। অন্যদিকে realme P4 ফোনটিতেMetal Heartডিজাইন থাকবে। এই ফোনটি মেটেলিক লাইন্স এবং এক্সপোস্ড স্ক্রু সহ Steel Grey, Engine Blue এবং Forge Red কালার অপশনে লঞ্চ করা হবে।

প্রসেসর -realme P4 Pro ফোনটি ডুয়েল চিপ আর্কিটেকচারে লঞ্চ করা হবে বলে কনফার্ম জানানো হয়েছে। এই ফোনটিতে Snapdragon 7 Gen 4 প্রসেসর সহ Pixelworks X7 Gen 2 ভিজুয়াল প্রসেসর থাকবে। এই কনফ্রিগ্রেশনে 144FPS গেমপ্লে, 1.5K রেজোলিউশন আপ্সকেলিং এবং AI Hyper Clarity, AI Hyper Motion, AI Always-On HDR এর মতো ফিচার সাপোর্ট করে। অন্যদিকে realme P4 ফোনটিতে Dimensity 7400 Ultra 5G প্রসেসর থাকবে বলে জানানো হয়েছেএকইসঙ্গে Pixelworks ভিজুয়াল দেওয়া হতে পারে। এর ফলে স্মুথ ফ্রেম রেট এবং দুর্দান্ত ভিজুয়াল কোয়ালিটি উপভোগ করা যাবে।

ব্যাটারি-মাইক্রোসাইটের মাধ্যমে পাওয়া তথ্য অনুযায়ী ফোনটিতে 7000এমএএইচ ব্যাটারি দেওয়া হবে। এই বড় ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য ফোনটিতে 80 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে বলে আশা করা হচ্ছে।

ডিসপ্লে-লিক অনুযায়ী উভয় মডেলে AMOLED ডিসপ্লে দেওয়া হতে পারে। মাইক্রোসাইটে ফোনটির ডিসপ্লে 144Hz রিফ্রেশ রেট সহ দেখা গেছে। এতে 6500 নিটস পর্যন্ত পিক ব্রাইটনেস, এইচডিআর10 প্লাস এবং 1.07 বিলিয়ন কালার সাপোর্ট করবে।

ক্যামেরা -P4 Pro ফোনের ক্যামেরা সেটআপে OIS ফিচার সহ 50MP প্রাইমারি ক্যামেরা এবং P4 ফোনটিতে 64MP সেন্সর থাকবে বলে আশা করা হচ্ছে

দাম -অফিসিয়াল সাইটের মাধ্যমে জানানো হয়েছে আপকামিং realme P4 Pro ফোনটি 30,000 টাকার চেয়ে কম দামে গ্রাফিক্স চিপ সহ লঞ্চ করা হতে পারেঅন্যদিকে realme P4 ফোনের দাম সম্পর্কে জানা যায়নি, তবে এটি 20,000 থেকে 22,000 টাকার রেঞ্জে পেশ করা হবেবলে আশা করা হচ্ছে

অন্যান্য বিস্তারিত তথ্য-realme P4 Pro ফোনটি মূলত হাই ফ্রেম রেটে গেমিং অ্যাডভান্স ভিজুয়াল প্রসেসিং পছন্দ করা ইউজারদের জন্য পেশ করা হবে। অন্যদিকে realme P4 ফোনটিতে মিড রেঞ্জ বাজেটে ভালো পারফরমেন্স পাওয়া যাবে। যারা দীর্ঘক্ষণ পর্যন্ত ল্যাগ ছাড়া গেম খেলতে এবং দুর্দান্ত ডিসপ্লে উপভোগ করতে চাইছেন, তাদের জন্য এই সিরিজের ফোনগুলি লঞ্চ করা হবে বলে আশা করা হচ্ছে।

You might also like!