Technology

2 years ago

OnePlus Nord 3 ফোনের দাম, RAM এবং স্টোরেজ অপশন, জেনে নিন ডিটেইলস

OnePlus Nord 3
OnePlus Nord 3

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃভারতে খুব তাড়াতাড়ি লঞ্চ হতে চলেছে ওয়ানপ্লাস নর্ড ৩ ৫জি ফোন। প্রযুক্তি ও গ্যাজেট বিশেষজ্ঞদের অনেকেই বলছেন এই ফোন আসলে OnePlus Ace 2V ফোনের রিব্র্যান্ডেড ভার্সান হতে চলেছে। ওয়ানপ্লাস নর্ড সিরিজের আসন্ন ফোন ওয়ানপ্লাস নর্ড ২ ফোনের সাকসেসর মডেল হিসেবে লঞ্চ হতে চলেছে। যদিও কোম্পানি এই মুহূর্তে ফোনটির লঞ্চ সম্পর্কে অফিসিয়ালি কিছু জানায়নি, তবে কিছু ক্রমাগত কিছু লিক রিপোর্ট প্রকাশিত এসেছে। লেটেস্ট লিক রিপোর্টে টিপস্টার এই ফোনের স্টোরেজ অপশন এবং দাম প্রকাশ করেছে। এই পোস্টে আপনাদের সেটাই জানানো হল।

OnePlus Nord 3 ফোনের দাম

 ওয়ানপ্লাস নর্ড ৩-এর বেস ৮ জিবি র‍্যাম + ১২৮ জিবি স্টোরেজ সংস্করণটি ৪৪৯ ইউরো (প্রায় ৩৯,৯০০ টাকা) মূল্যে ইউরোপে উপলব্ধ হবে। এছাড়া, ১৬ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ সহ হাই-এন্ড ভ্যারিয়েন্টটি হাতে পেতে গ্রাহকদের ৫৪৯ ইউরো (প্রায় ৪৮,৭৫০ টাকা) খরচ করতে হবে। তবে দেশের ওপর নির্ভর করে এই মূল্য কমবেশি হতে পারে। ভারতের মতো বাজারে ওয়ানপ্লাস নর্ড ৩-এর দাম তুলনামূলকভাবে কম হবে বলে অনুমান করা হচ্ছে।

OnePlus Nord 3 ফোনের স্পেসিফিকেশন 

ডিসপ্লে:  রিপোর্ট অনুযায়ী OnePlus Nord 3 ফোনে একটি 6.74-ইঞ্চি 1.5K AMOLED ডিসপ্লে দেওয়া যেতে পারে। এটি 2772 x 1240 পিক্সেল রেজলিউশন এবং 120Hz রিফ্রেশরেট সাপোর্ট করবে।

প্রসেসর: কোম্পানি এই ডিভাইসে শক্তিশালী MediaTek Dimensity 9000 প্রসেসর ব্যবহার করবে।

স্টোরেজ: এই ফোনটি 8GB RAM + 256GB স্টোরেজ পর্যন্ত মার্কেটে লঞ্চ হবে।

ব্যাটারি: এই স্মার্টফোনটিতে একটি 5000mAh ব্যাটারি রয়েছে, যা 80W ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। তবে এই ফোনে ওয়্যারলেস চার্জিং সাপোর্ট থাকার সম্ভাবনা কম।

ক্যামেরা: এই ডিভাইসটিতে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ থাকবে। যার মধ্যে 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা লেন্স, 8 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড ক্যামেরা লেন্স এবং 2 মেগাপিক্সেল ম্যাক্রো লেন্স দেওয়া হবে। সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য এই ফোনে 16 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা থাকবে।

অন্যান্য: এই ফোনে সিকিউরিটির জন্য অ্যালার্ট স্লাইডার, ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, 5G সাপোর্ট, IR ব্লাস্টারের মতো ফিচারগুলি পাওয়া যাবে।

OS: এই ডিভাইসটি Android 13 বেসড অক্সিজেন OS 13-এ রান করবে।


You might also like!