দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ আইটেল সম্প্রতি ভারতে iTel T1 ট্রু ওয়্যারলেস স্টিরিও (TWS) ইয়ারফোন লঞ্চ করেছে। এছাড়াও, গত মাসে ব্র্যান্ডটি এদেশে iTel S23+ এবং iTel P55 নামে দুটি স্মার্টফোন উন্মোচন করেছে। আর এখন, আইটেল একটি কম দামি ফোনের ওপর কাজ করছে বলে খবর সামনে এসেছে, যার নাম Itel A70। এখন গুগল প্লে কনসোলে লিস্টেড হওয়ার ফলে হ্যান্ডসেটটির বেশ কিছু বৈশিষ্ট্য প্রকাশ হয়েছে। চলুন দেখে নেওয়া যাক, কী কী তথ্য সামনে এল।
itel A70 এর দাম এবং সেল
এই ফোনটি তিনটি RAM এবং স্টোরেজ ভেরিয়েন্টে পেশ করা হয়েছে। খুব তাড়াতাড়ি কোম্পানি এই ফোনের দাম ঘোষণা করবে বলে মনে করা হচ্ছে। আপাতত এই ফোনের আনুমানিক দাম USD 90 অর্থাৎ প্রায় 7,490 টাকা হবে বলে ধারণা করা হচ্ছে।
itel A70 এর স্পেসিফিকেশন
ডিসপ্লে: itel A70 ফোনটিতে 6.6 ইঞ্চির ডিসপ্লে রয়েছয়ে। এই স্ক্রিন এইচডি+ রেজলিউশন, 60Hz রিফ্রেশরেট, 120Hz টাচ স্যাম্পেলিং রেট, 20:9 আসপেক্ট রেশিও, 90 শতাংশ স্ক্রিন টু বডি রেশিও এবং 500 নিটস ব্রাইটনেস সাপোর্ট করে।
প্রসেসর: প্রসেসিঙের জন্য এই ফোনে এন্ট্রি লেভেল Unisoc T603 চিপসেট যোগ করা হয়েছে।
স্টোরেজ: এই ফোনটি তিনটি স্টোরেজ ভেরিয়েন্টে পেশ করা হয়েছে। এতে 4GB পর্যন্ত RAM এবং 256GB পর্যন্ত স্টোরেজ যোগ করা হয়েছে। এই ফোনের মেমরি বাড়ানোর জন্য মাইক্রোএসডি কার্ড স্লট এবং RAM বাড়ানোর জন্য এক্সটেন্টেড 8GB RAM রয়েছে।
ক্যামেরা: এই ফোনের ব্যাক প্যানেলে ফটোগ্রাফির জন্য LED ফ্ল্যাশ সহ ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ যোগ করা হয়েছে। এই সেটআপে AI ফিচারযুক্ত 13MP প্রাইমারি এবং 0.3MP সেকেন্ডারি সেন্সর দেওয়া হয়েছে। একইভাবে সেলফি এবং ভিডিও কলের জন্য এই ফোনে 8MP AI ফ্রন্ট ক্যামেরা রয়েছে।
ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য itel A70 ফোনে 5000mAh ব্যাটারি যোগ করা হয়েছে।
অন্যান্য: এই ফোনে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ফেস আনলক ফিচার, 4G LTE, 3.5 এমএম অডিও জ্যাক, ব্লুটুথ v5.0, জিপিএস এবং ইউএসবি টাইপ সি পোর্টের মতো প্রয়োজনীয় ফিচার দেওয়া হয়েছে।
ওএস: itel A70 ফোনটি Android 13 অপারেটিং সিস্টেমে কাজ করে।
নতুন ফিচার: এই ফোনে ব্যাটারি স্ট্যাটাস, ইনকামিং কল এবং আনলক স্ট্যাটাস প্রভৃতি তথ্য দেখার জন্য নচের কাছে ডায়নামিক বার ফিচার দেওয়া হয়েছে।
থিকনেস: এই পাতলা এবং হালকা ফোনের থিকনেস মাত্র 8.6 এমএম।