দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ দিন কয়েক পরেই আলোর উৎসব দীপাবলি। এই উৎসব উপলক্ষে (Flipkart Big Diwali sale) সেল শুরু হয়েছে ফ্লিপকার্টের মতো ই-কমার্স ওয়েবসাইটগুলিতে। যেখানে ফ্ল্যাশ সেলে আইফোন ১৪ পাওয়া যাচ্ছে ৪৯ হাজার ৯৯৯ টাকায়। অফারটি শুরু হচ্ছে ২ নভেম্বর থেকে। চলবে আগামী ১১ নভেম্বর পর্যন্ত।
প্রাথমিক ভাবে আইফোন-১৪-এর ১২৮ জিবির বেস মডেলের দাম ৭৯ হাজার ৯০০ টাকা। কিন্তু দিওয়ালি সেলে এই ফোনের দাম কমিয়ে রাখা হয়েছে ৫৪ হাজার ৯৯৯ টাকা।
চমক এখানেই শেষ নয়। যে সব গ্রাহকদের SBI কিংবা Flipkart Axis Bank-এর কার্ড রয়েছে তাঁরা এর উপরেও অতিরিক্ত ৪ হাজার টাকা ছাড় পাবেন। এর উপরেও রয়েছে পুরানো ফোন এক্সচেঞ্জ করার সুযোগ। সেক্ষেত্রে পাওয়া যাবে আরও ১ হাজার টাকা ছাড়। ফলে শেষ পর্যন্ত আইফোনটি কেনা যাবে ৪৯ হাজার ৯৯৯ টাকায়।