দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ দেশের তৃতীয় বৃহত্তম টেলিকম সংস্থা ফান্ডের জন্য ব্যাঙ্কগুলির সঙ্গে চুক্তির কাজ এগোতে সক্ষম হয়েছে। টেলিকমিউনিকেশন বিভাগের এক উচ্চপদস্থ আধিকারিক জানিয়েছেন, VI 2023 সালের জুনের মধ্যে ফান্ড সংগ্রহের কাজ শেষ করতে পারে। ওই মাসেই সংস্থাটি নিজেদের 5G পরিষেবাও চালু করবে।
আধিকারিকরা জানিয়েছেন, ফান্ড সংগ্রহের আলোচনা চূড়ান্ত পর্যায়ে রয়েছে। 2023 সালের জুনের মধ্যে এটি সম্পূর্ণ হতে পারে। এ বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক এক আধিকারিক বলেছেন, "ফান্ড সংগ্রহের জন্য ব্যাঙ্কগুলির সঙ্গে ভোডাফোন আইডিয়ার ইতিবাচক আলোচনা হয়েছে। টেলিকম পরিষেবা প্রদানকারী সংস্থাটি আগামী মাসে ফান্ডের বিষয়ে ঘোষণা করবে। ফান্ডিং মিললেই কোম্পানিটি 5G নেটওয়ার্ক স্থাপন শুরু করবে। আমি আশা করছি, জুনেই সংস্থার 5G শুরু হয়ে যাবে।"জানা গিয়েছে, VI -এর প্রোমোটাররা গত বছর কোম্পানিতে 4900 কোটি টাকা বিনিয়োগ করেছিল। আগে কোম্পানিটি 5G -তে বিনিয়োগে সমস্যার জন্য সুদের বকেয়া রূপান্তরের ক্ষেত্রে দেরিকে দায়ী করেছিল। 2023 সালের ফেব্রুয়ারিতে কেন্দ্রীয় সরকার অ্যাডজাস্টেড গ্রস রেভিনিউ এবং স্পেকট্রাম ব্যবহারের চার্জ হিসাবে 16133 কোটি টাকার বকেয়াকে ইকুইটিতে রূপান্তর করতে সম্মত হয়েছিল। তারপর থেকে সংস্থাটি তাদের নেটওয়ার্কে ফান্ড সংগ্রহ এবং বিনিয়োগের জন্য ব্যাঙ্কগুলির সঙ্গে আলোচনা করছে।
সম্প্রতি টোলিকম সেক্রেটারি কে রাজারামন জানিয়েছেন, এই সংস্থা এক মাসের মধ্যে একটি পুনরুজ্জীবনের পরিকল্পনা ঘোষণা করতে পারে। আদিত্য বিড়লা গ্রুপের চেয়ারম্যান কুমার মঙ্গলম বিড়লার টেলিকম পরিষেবা প্রদানকারীর বোর্ডে প্রত্যাবর্তন কোম্পানির জন্য একটি ইতিবাচক পদক্ষেপ।
প্রসঙ্গত, Reliance Jio এবং Bharti Airtel গত বছরের অক্টোবর থেকে দেশে 5G স্থাপন শুরু করেছে। কিন্তু VI এখনও তাদের 5G-র পরিকল্পনা প্রকাশ করেনি। 2023 সালের ফেব্রুয়ারিতে Vodafone Idea -র সিইও অক্ষয় মুন্দ্রা কোম্পানির 5G লঞ্চের পরিকল্পনার জন্য ভেন্ডারদের সঙ্গে আলোচনা করেছেন। কিন্তু ফান্ড না পাওয়া পর্যন্ত এই সংস্থায় 5G পরিষেবা চালু হবে না।