Breaking News
 
Mamata Banerjee: তৃণমূল টিমকে আটকানোর পরেই মমতার কড়া হুঁশিয়ারি: ‘আমি নিজে যাব, কত দম আছে দেখব!’ Mamata Banerjee:ছটপুজোর প্রসঙ্গ টেনে মমতার আক্রমণ: 'বিহারের জন্য ছাড়, আর উত্তরবঙ্গের ভাড়া ১৮ হাজার! এটা কি বৈষম্য নয়?' Tripura:‘গান্ধীবাদ’ ছেড়ে এবার ‘সুভাষ’ হওয়ার ডাক! ত্রিপুরায় ‘পুলিশি সন্ত্রাস’-এর প্রতিবাদে সরব তৃণমূল TMC: আটক তৃণমূল প্রতিনিধি দল, পুলিশি বাধার মুখে ত্রিপুরা বিমানবন্দর কাঁপল 'সন্ত্রাস' বিরোধী স্লোগানে! Mamata Banerjee : হামলার পর রাজ্যজুড়ে উত্তেজনা, মমতার হুঁশিয়ারি— ‘শান্ত থাকুন, উসকানিতে পা দেবেন না’ CM Mamata Banerjee:দুর্যোগে বিপর্যস্ত উত্তরবঙ্গ, মুখ্যমন্ত্রীর নির্দেশ— ‘জীবন আগে, দ্রুত নিরাপদ স্থানে যান’

 

Life Style News

2 years ago

Nail Shape Personality Test : নখের আকার বলে দেবে আপনার চরিত্র কেমন? দেখুন তো আপনার নখের আকার কী বলছে আপনার ব্যাপারে

Nail Shape  (File Picture)
Nail Shape (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ মানুষের হাতের নখের আকার তার হাত হাতের সৌন্দর্য্য কে কয়েকগুন বাড়িয়ে তুলতে পারে। তবে মানুষের নখের আকার যে কারও ব্যক্তিত্ব বলে দিতে পারে সে সম্পর্কে কী জানা আছে? বিশেষজ্ঞের মতে নখের আকার দেখেই কোনও ব্যক্তির বিভিন্ন অভ্যাস, জীবনযাত্রার ধারণা করে দেওয়া যায়। 

সাধারনত মোট ৪ ধরনের নখ দেখা যায় লম্বা নখ, চওড়া নখ, গোলাকৃতির নখ এবং বর্গাকৃতির নখ।আই ৪ ধরনের নখের উপর ভিত্তি করে কারও ব্যক্তিত্ব,ক্ষমতা, দুর্বলতা, স্বভাব, ব্যবহার ও মনোভাবের একটি ধারণা করা যেতে পারে।  

১/ লম্বাটে নখ: অনেকের হাতেই সুন্দর, লম্বাটে নখ থাকে। এমনটা হলে বুঝবেন, এই ধরনের বেশিরভাগ ব্যক্তিই সৃষ্টিশীল, কল্পনাপ্রবণ হন। ছোট ছোট বিষয় নিয়েও নিয়েও তাঁরা অত্যন্ত যত্নশীল হন। আপনার বাম মস্তিষ্কের তুলনায় সম্ভবত তাঁর ডান মস্তিষ্ক বেশি শক্তিশালী। এই ধরনের ব্যক্তিরা সাধারণত বেশ শান্ত স্বভাবেরই হন। তবে মাঝে মাঝে একটু মাথা গরম হয়ে যায়। রোজকার সমস্যা এমন ব্যক্তিরা ভালই মানিয়ে নেন।  

 ২/ গোলাকৃতির নখ: আপনার যদি গোল নখ থাকে, তবে সম্ভবত আপনি খুব কৌতূহলি একজন মানুষ। মানে ধরুন হঠাৎ নতুন কিছু শুনলে জানার আগ্রহ প্রকাশ করেন। সেটার বিষয়ে জানতে পছন্দ করেন। না না বিষয়ে প্রশ্নও করতেও ভালবাসেন।  এরা বেশ ইতিবাচক মনোভাবাপন্ন হন। কঠিন পরিস্থিতির মধ্যে থেকেও তাই তাঁরা সহজেই ঘুরে দাঁড়াতে পারেন।   

৩/ চওড়া নখ: কোনও ব্যক্তির চওড়া, খাটো নখ আছে মানে তিনি বেশ খোলা মনের মানুষ। নিজের মনের ভাব সহজেই প্রকাশ করতে পারেন। এদের মনেও যা, মুখেও তা। অনেক সময়ে এর জন্য এদের বিড়ম্বনাতেও পড়তে হয়।  

৪/ চৌকো/বর্গাকৃতির নখ: এই আকারের নখ থাকা ব্যক্তিরা সাধারণত বেশ স্বাধীনচেতা হন। কারও নির্দেশ মেনে চলা তাদের না-পসন্দ। এঁরা সমস্যার সমাধান করার বিষয়েও বেশ পটু।  এই ধরনের ব্যক্তিরা অ্যাডভেঞ্চার পছন্দ করেন। নতুন স্থান, নতুন খাবার ইত্যাদির বিষয়ে এদের খুব আগ্রহ।  এরা নিজের কেরিয়ারের বিষয়েও অনেক বেশি সচেতন হন। চাকরি, ব্যবসা বা অন্য কাজে উন্নতির জন্য কঠোর পরিশ্রম করতে পিছপা হন না। চ্যালেঞ্জের মুখে অনড় থাকেন এমন ব্যক্তিরা। এই কারণে এরা খুব ভাল নেতৃত্বও প্রদান করেন।  

You might also like!