Breaking News
 
Mamata Banerjee: তৃণমূল টিমকে আটকানোর পরেই মমতার কড়া হুঁশিয়ারি: ‘আমি নিজে যাব, কত দম আছে দেখব!’ Mamata Banerjee:ছটপুজোর প্রসঙ্গ টেনে মমতার আক্রমণ: 'বিহারের জন্য ছাড়, আর উত্তরবঙ্গের ভাড়া ১৮ হাজার! এটা কি বৈষম্য নয়?' Tripura:‘গান্ধীবাদ’ ছেড়ে এবার ‘সুভাষ’ হওয়ার ডাক! ত্রিপুরায় ‘পুলিশি সন্ত্রাস’-এর প্রতিবাদে সরব তৃণমূল TMC: আটক তৃণমূল প্রতিনিধি দল, পুলিশি বাধার মুখে ত্রিপুরা বিমানবন্দর কাঁপল 'সন্ত্রাস' বিরোধী স্লোগানে! Mamata Banerjee : হামলার পর রাজ্যজুড়ে উত্তেজনা, মমতার হুঁশিয়ারি— ‘শান্ত থাকুন, উসকানিতে পা দেবেন না’ CM Mamata Banerjee:দুর্যোগে বিপর্যস্ত উত্তরবঙ্গ, মুখ্যমন্ত্রীর নির্দেশ— ‘জীবন আগে, দ্রুত নিরাপদ স্থানে যান’

 

Life Style News

1 year ago

Home Decor Tips: ঘরের মধ্যে গাছ রাখলে থাকছে না! ভ্রান্তি কোথায় জানেন?

If you put a tree in the house, there is no! Do you know where the mistake is?
If you put a tree in the house, there is no! Do you know where the mistake is?

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ ঘরের ভিতর ছোট্ট ছোট্ট গাছ। বারান্দার এক পাশেও থাকতে পারে। তাতেই যেন প্রাণ জুড়ায়। কিন্তু ইট-কাঠ-পাথরের এই শহরে অন্দরমহলের এই গাছ গুলোকে রক্ষা করা সহজ কাজ নয়। ইন্ডোর প্ল্যান্টের যত্ন বেশি প্রয়োজন হয়। আর এক্ষেত্রেই অনেকেই কিছু ভুল করে ফেলেন। কীভাবে? ছোট টবে বেশি জল দিয়ে ফেলা একেবারেই ঠিক নয়। হাতের নাগালে রয়েছে বলেই সবসময় জল দিতে থাকবেন না। সব গাছের একই পরিমাণ জল প্রয়োজন হয় না। কোন গাছে কতটা জল দিতে হবে তা আগে জেনে নিন। তার পরই পরিমাণমতো জল দিন।

টবের মধ্যে থাকা জলের নিষ্কাশন ব্যবস্থাও ঠিক করে দেখে রাখা প্রয়োজন। অতিরিক্ত জল জমলে গাছে পচন ধরতে পারে। সেদিকে খেয়াল রাখাও প্রয়োজন। ভেজা মাটি যেন শুকানোর সুযোগও পায়।

কখনই এসির নিচে গাছ রাখবেন না। চেষ্টা করুন গাছ রাখার জায়গাটা যাতে এসির থেকে দূরেই থাকে। প্রাকৃতিক হাওয়া-বাতাস ঠিকভাবে পেলেই গাছ ভালোভাবে বাড়তে পারবে।

কোন গাছের কোন আকারের টব প্রয়োজন তাও জেনে রাখতে হবে। যে গাছের বেশি মাটি প্রয়োজন তা ছোট টবে রাখলে কখনই বাড়বে না। কিছুক্ষণ পরে দেখবেন পাতা শুকিয়ে আসছে। গাছটি যেন যেন বিবর্ণ হয়ে যাচ্ছে। এমন হলে অবিলম্বে মাটি ও টব পালটে ফেলুন।

খেয়াল রাখুন গাছের টবে যেন পোকামাকড় না আসে। এক্ষেত্রে কাঁচা দুধ কিন্তু খুবই উপকারী। কীভাবে? কাঁচা দুধের মধ্যে কিছুটা হলুদ মিশিয়ে গাছের গোড়ায় দিয়ে দিন। এতে, পোকামাকড় হবে না।

জলে কাপড় ভিজিয়ে মাঝে মধ্যে পরিষ্কার করুন গাছের পাতা। কাঁচা দুধ তুলোতে ভিজিয়েও এই কাজটি করতে পারেন। এই উপায়ে গাছটি তরতাজা থাকবে।

You might also like!