Breaking News
 
Mamata Banerjee: তৃণমূল টিমকে আটকানোর পরেই মমতার কড়া হুঁশিয়ারি: ‘আমি নিজে যাব, কত দম আছে দেখব!’ Mamata Banerjee:ছটপুজোর প্রসঙ্গ টেনে মমতার আক্রমণ: 'বিহারের জন্য ছাড়, আর উত্তরবঙ্গের ভাড়া ১৮ হাজার! এটা কি বৈষম্য নয়?' Tripura:‘গান্ধীবাদ’ ছেড়ে এবার ‘সুভাষ’ হওয়ার ডাক! ত্রিপুরায় ‘পুলিশি সন্ত্রাস’-এর প্রতিবাদে সরব তৃণমূল TMC: আটক তৃণমূল প্রতিনিধি দল, পুলিশি বাধার মুখে ত্রিপুরা বিমানবন্দর কাঁপল 'সন্ত্রাস' বিরোধী স্লোগানে! Mamata Banerjee : হামলার পর রাজ্যজুড়ে উত্তেজনা, মমতার হুঁশিয়ারি— ‘শান্ত থাকুন, উসকানিতে পা দেবেন না’ CM Mamata Banerjee:দুর্যোগে বিপর্যস্ত উত্তরবঙ্গ, মুখ্যমন্ত্রীর নির্দেশ— ‘জীবন আগে, দ্রুত নিরাপদ স্থানে যান’

 

Life Style News

2 years ago

Raksha Bandhan 2023: রাখি উৎসবে বোন বা ভাইকে দিতে পারেন এই কয়টি উপহার

Raksha Bandhan
Raksha Bandhan

 


দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ  ৩০ ও ৩১ তারিখ পালিত হবে এই উৎসব। ভাই-বোনের সম্পর্কের এক বিশেষ দিন এটি। এই দিন ভাইয়ের মঙ্গল কামনায় তার হাতে রাখি বাঁধে বোনেরা। তেমনই বোনকে সারা জীবন সকল জটিল পরিস্থিতি থেকে রক্ষা করার প্রতিশ্রুতি দিয়ে থাকেন ভাইয়েরা। সঙ্গে হয় মিষ্টি মুখ ও উপহার বিনিময়। আজ রইল কিছু ইউনিক উপহারের আইডিয়া। এই বছর রাখি উৎসব পালন করুন ভিন্ন ভাবে। এই উপহার মজবুত করবে আপনাদের ভাই-বোনের সম্পর্ক। গাছ থেকে কাস্টমাইজ টি শার্ট উপহার দিতে পারেন। দেখে নিন আপনার রাখি উৎসবে কেমন ভাবে কাটাবেন। কেমন উপহার দিন ভাইকে। অথবা আপনার বোনকে। এই দিন দু তরফেই উপহার দেওয়া হয়ে থাকে।

ইউনিক কিছু দিতে চাইলে প্ল্যান্ট বা গাছ উপহার দিন। ঘর সজ্জায় অনেকেই গাছ ব্যবহার করে থাকেন। ছোট মাপের ও সুন্দর গাছ উপহার দিন আপনার ভাইকে। অথবা বোনকেও দিতে পারেন এই জিনিস।

পোশাক উপহার দিতে পারেন। মেয়েদের জন্য কুর্তি অথবা ওয়ান পিস আর ছেলেদের জন্য টিশার্ট ভালো অপশন। তবে দিনটি স্পেশ্যাল করে তুলতে চাইলে অথবা ইউনিক কিছু দিতে চাইলে নিজেদের ছবি প্রিন্ট করে টিশার্ট গিফট করুন।

কফি মগ দিতে পারেন। আপনার ও আপনার প্রিয় ভাইয়ের ছবি প্রিন্ট করিয়ে উপহার দিন। এটা রাখি উৎসবের সেরা উপহার হতে পারে।

ফোটোফ্রেম দিতে পারেন। দুজনের ফোটো প্রিন্ট করে তা ল্যামিনেট করে উপহার দিন। এতে ভাইবোনের সম্পর্ক হবে আরও মজবুত। রাখি উৎসবের সেরা উপহার হতে পারে।

কিংবা, হেডফোন অথবা ঘড়ি উপহার দিতে পারেন। এই ধরনের ইলেক্ট্রনিক্স জিনিস কম-বেশি সকলেই পছন্দ করে। আর বাজেট বেশি থাকলে কিনতে পারেন মোবাইল। এই উপহার দিয়ে আপনার সঙ্গে যোগাযোগের রাস্তা আরও সহজ করে তুলবে। এতে মজবুত হবে সম্পর্ক।

স্মার্ট ওয়াচ দিতে পারেন। বর্তমানে স্মার্ট ওয়াচ পরার চল বেশ দেখা যাচ্ছে। এটি এক ফ্যাশনে ইন। এমন উপহার দিতে পারেন।

এছাড়া চকোলেট বা ড্রাই ফ্রুটসের অপশন তো আছেই। বিভিন্ন সুসজ্জিত বক্সে ড্রাই ফ্রুটস পাওয়া যায়। পছন্দসই কিনে নিন। এমন উপহার দিন। উপহার দেওয়ার ক্ষেত্রে ড্রাই ফ্রুটস বা চকোলেট সেরা অপশন হতে পারে।

You might also like!