Breaking News
 
Mamata Banerjee: তৃণমূল টিমকে আটকানোর পরেই মমতার কড়া হুঁশিয়ারি: ‘আমি নিজে যাব, কত দম আছে দেখব!’ Mamata Banerjee:ছটপুজোর প্রসঙ্গ টেনে মমতার আক্রমণ: 'বিহারের জন্য ছাড়, আর উত্তরবঙ্গের ভাড়া ১৮ হাজার! এটা কি বৈষম্য নয়?' Tripura:‘গান্ধীবাদ’ ছেড়ে এবার ‘সুভাষ’ হওয়ার ডাক! ত্রিপুরায় ‘পুলিশি সন্ত্রাস’-এর প্রতিবাদে সরব তৃণমূল TMC: আটক তৃণমূল প্রতিনিধি দল, পুলিশি বাধার মুখে ত্রিপুরা বিমানবন্দর কাঁপল 'সন্ত্রাস' বিরোধী স্লোগানে! Mamata Banerjee : হামলার পর রাজ্যজুড়ে উত্তেজনা, মমতার হুঁশিয়ারি— ‘শান্ত থাকুন, উসকানিতে পা দেবেন না’ CM Mamata Banerjee:দুর্যোগে বিপর্যস্ত উত্তরবঙ্গ, মুখ্যমন্ত্রীর নির্দেশ— ‘জীবন আগে, দ্রুত নিরাপদ স্থানে যান’

 

Life Style News

2 years ago

Bengali Mountain Climbers: কিরগিজস্তানের মাউন্ট উচিটেলের পর্বতশৃঙ্গ জয় করলেন পাঁচ বাঙালি

Five Bengalis conquered the peak of Mount Uchitel in Kyrgyzstan
Five Bengalis conquered the peak of Mount Uchitel in Kyrgyzstan

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ  উচিতেলের উচ্চতা খুব বেশি না হলেও খুবই বিপদ সঙ্কুল পথ। বাঙালি বার বার প্রমাণ করেছে যে বাঙালি অকুতভয়। পর্বতারোহণে নয়া নজির গড়লেন পাঁচ বাঙালি। ভারতীয় হিসাবে প্রথমবার কিরগিজস্তানের মাউন্ট উচিটেলের পর্বতশৃঙ্গ জয় করলেন তাঁরা। বৃহস্পতিবার সকালেই তাঁরা পামির মালভূমির এই শৃঙ্গ জয় করেন বাংলার পাঁচ পর্বতারোহী। ভারতের পতাকার পাশাপাশি ইস্টবেঙ্গল-মোহনবাগানের পতাকাও শোভা পেল তাঁদের হাতে। একাধিক বাঁধা অতিক্রম করে শেষ পর্যন্ত নিজস্ব লক্ষ্যে তারা পৌঁছালেন। 

ওই অকুতভয় পাঁচ বাঙালি হলেন, দেবাশিস বিশ্বাস, কিরণ পাত্র, মলয় মুখোপাধ্যায়, সৌরভ সিঞ্চন মণ্ডল ও অভিজিৎ রায়। প্রাথমিকভাবে বাংলাদেশের সঙ্গে যৌথভাবে অভিযানে যাওয়ার কথা ছিল ভারতের পর্বতারোহীদের। কিন্তু শেষ মুহূর্তে বাংলাদেশের পর্বতারোহীদের ভিসা বাতিল করে দেয় কিরগিজস্তান সরকার। তাঁদের ছাড়াই অভিযানে বেরিয়ে পড়েন এপার বাংলার পাঁচ পর্বতারোহী। তবে বাংলা দেশের বন্ধুদের না পেয়ে তারা খুবই মর্মাহত। জানা গিয়েছে, কিরগিজস্তানের স্থানীয় সময় বৃহস্পতিবার ভোর পাঁচটা নাগাদ অভিযান শুরু করেন দেবাশিসরা। দীর্ঘ ৬ ঘণ্টার পথ পাড়ি দিয়ে পাহাড়ের চূড়ায় পৌঁছন তাঁরা। প্রথমবার কোনও ভারতীয় পর্বতারোহী এই শৃঙ্গ (Mount Uchitel) জয় করলেন। 

বরফে ঢাকা পর্বতশৃঙ্গ জয় করে ভারতের পতাকা উত্তোলন করলেন তাঁরা। পামির মালভূমির শীর্ষে দেখা গেল ইস্টবেঙ্গল ও মোহনবাগানের পতাকাও। পামির মালভূমির এই শৃঙ্গের উচ্চতা খুব বেশি নয়। কিন্তু ৪৫৪০ মিটারের এই শৃঙ্গ জয় করতে বিপুল বাধার মুখে পড়তে হয় পর্বতারোহীদের। বরফে ঢাকা পাথুরে পথ বেয়ে উপরে ওঠা যথেষ্ট বড় চ্যালেঞ্জ। সেই চ্যালেঞ্জে তারা সফল।

You might also like!