Breaking News
 
Mamata Banerjee: তৃণমূল টিমকে আটকানোর পরেই মমতার কড়া হুঁশিয়ারি: ‘আমি নিজে যাব, কত দম আছে দেখব!’ Mamata Banerjee:ছটপুজোর প্রসঙ্গ টেনে মমতার আক্রমণ: 'বিহারের জন্য ছাড়, আর উত্তরবঙ্গের ভাড়া ১৮ হাজার! এটা কি বৈষম্য নয়?' Tripura:‘গান্ধীবাদ’ ছেড়ে এবার ‘সুভাষ’ হওয়ার ডাক! ত্রিপুরায় ‘পুলিশি সন্ত্রাস’-এর প্রতিবাদে সরব তৃণমূল TMC: আটক তৃণমূল প্রতিনিধি দল, পুলিশি বাধার মুখে ত্রিপুরা বিমানবন্দর কাঁপল 'সন্ত্রাস' বিরোধী স্লোগানে! Mamata Banerjee : হামলার পর রাজ্যজুড়ে উত্তেজনা, মমতার হুঁশিয়ারি— ‘শান্ত থাকুন, উসকানিতে পা দেবেন না’ CM Mamata Banerjee:দুর্যোগে বিপর্যস্ত উত্তরবঙ্গ, মুখ্যমন্ত্রীর নির্দেশ— ‘জীবন আগে, দ্রুত নিরাপদ স্থানে যান’

 

Life Style News

1 year ago

Covid 19 New Variant: ফের ভয় ধরাচ্ছে করোনা! সুস্থ থাকতে খান এই পাঁচ খাবার!

JN1 Covid (Symbolic Picture)
JN1 Covid (Symbolic Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ ক্রিসমাসের আগে ভারতে করোনার নতুন ভ্যারিয়েন্ট। এই উৎসবের আবহে পুনর্বার মারণ রোগের  চোখ রাঙানিতে ত্রস্ত আমজনতা। নয়া প্রজাতি থেকে সাবধানতার সঙ্গে সঙ্গে দরকার অন্তরের শক্তি। করোনার সঙ্গে দুবছর লড়াই করার অভিজ্ঞতা নিয়ে ফের নয়া লড়াইয়ের প্রস্তুতি। সবার আগে নাক মুখ ঢাকুন মাস্কে। বাকি আর কী করবেন দেখে নিন।

মাস্ক পরে বা সামাজিক দূরত্ব বজায় রেখে বাইরে থেকে করোনাকে রোখার সঙ্গে সঙ্গে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাকেও জোরদার করার কথা বলছেন বিশেষজ্ঞরা।

শরীরের সুরক্ষা চক্রকে আরও পোক্ত করে তোলার জন্য ডায়েটে আনতে হবে পরিবর্তন। এক্ষেত্রে ভিটামিন, মিনারেলস-এর সুষম ভারসাম্য আনলেই কেল্লাফতে! প্রসঙ্গত, করোনার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে যে যে উপাদানগুলি খাবারে থাকা মাস্ট! 

ভিটামিন সি

রোগ প্রতিরোধ ক্ষমতাকে জোরদার করে তুলতে প্রথমেই ভিটামিন সি-এর ঘাটতি মিটিয়ে নিন। এই ভিটামিন সর্দি-কাশির দাপট কমাতে সিদ্ধহস্ত। শুধু তাই নয়, ভিটামিন সি দেহের অন্দরে অ্যান্টিবডি তৈরিতেও বিশেষ ভূমিকা নেয়। তাই তো বর্তমান পরিস্থিতিতে ভিটামিন সি সমৃদ্ধ সাইট্রাস জাতীয় ফলে খেতে ভুলবেন না যেন!

কমলালেবুতে যেমন এই ভিটামিনের সন্ধান মেলে, তেমনই পাতিলেবু, গন্ধরাজ লেবু, ক্যাপসিগাম, রেড বেল পেপার এবং স্ট্রবেরিও ভিটামিন সি সমৃদ্ধ।

ভিটামিন এ (বিটা ক্যারোটিন)

শরীরের একাধিক অঙ্গ-প্রত্যঙ্গ এবং শ্বাসনালীর সুস্থতার জন্য অত্যন্ত জরুরি এই ভিটামিন। তাই এমন পরিস্থিতিতে এই ভিটামিনের ঘাটতি হতে দেওয়া চলবে না। কারণ একথা ভুলে গেলে চলবে না যে করোনা ভাইরাস সবথেকে বেশি প্রভাব ফেলে ফুসফুস ও শ্বাসনালীতে। তাই এই অঙ্গের সুরক্ষা সবার আগে দরকার।

শীতের প্রায় সব সবজিই ভিটামিন এ-এর খনি। বিশেষ করে গাজর, ব্রকলি, রাঙালু, পালং এবং রেড বেল পেপার খেলে শরীরে চটজলদি মিটবে ভিটামিন এ-র ঘাটতি।

ভিটামিন ই

ভিটামিন ই-তে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট, যা রোগ প্রতিরোধে সিদ্ধহস্ত। ভেজিটেবল অয়েল, বাদাম, ফলের বীজ এবং অ্যাভোকাডোতে মেলে এই ভিটামিন। 

জিঙ্ক

রোগ প্রতিরোধ ক্ষমতাকে শক্তিশালী করে তুলতে ভিটামিনের পাশাপাশি দরকার মিনারেলও। বিশেষ করে জিঙ্কের ঘাটতি মেটান চটজলদি। তাতেই বাড়বে ইমিউনিটি। তাই এই আবহে পাতে বিনস, বীজ, বাদাম, পোলট্রির ডিম এবং মাংসের মতো জিঙ্ক সমৃদ্ধ খাবার রাখতে ভুলবেন না।

প্রোটিন 

শরীরে প্রোটিনের অভাব হলে দেখা দিতে পারে একাধিক সমস্যা। এমনকী কমে যেতে পারে রোগ প্রতিরোধ ক্ষমতাও। তাই এই মরশুমে প্রোটিনের যাতে ঘাটতি না হয়, সেদিকে নজর রাখুন।

প্রসঙ্গত, প্রোটিন সমৃদ্ধ খাবারে থাকে একধরনের অ্যামিনো অ্যাসিড, যা টি-সেলের জন্য অত্যন্ত প্রয়োজনীয়। এই কোষ শরীরকে সংক্রমণ থেকে রক্ষা করে। তাই তো প্রোটিনের ঘাটতি মেটা দরকার। আর ঠিক এই কারণেই নিয়মিত মাছ, মাংস, ডিম খেতে হবে। এদিকে নিরামিষীদের ডায়েটে রাখতে হবে বিনস, বাদাম, আমন্ড এবং বিভিন্ন ধরনের বীজ। তাতেই সুস্থ থাকার পথ প্রশস্ত হবে।

You might also like!