Breaking News
 
Mamata Banerjee: তৃণমূল টিমকে আটকানোর পরেই মমতার কড়া হুঁশিয়ারি: ‘আমি নিজে যাব, কত দম আছে দেখব!’ Mamata Banerjee:ছটপুজোর প্রসঙ্গ টেনে মমতার আক্রমণ: 'বিহারের জন্য ছাড়, আর উত্তরবঙ্গের ভাড়া ১৮ হাজার! এটা কি বৈষম্য নয়?' Tripura:‘গান্ধীবাদ’ ছেড়ে এবার ‘সুভাষ’ হওয়ার ডাক! ত্রিপুরায় ‘পুলিশি সন্ত্রাস’-এর প্রতিবাদে সরব তৃণমূল TMC: আটক তৃণমূল প্রতিনিধি দল, পুলিশি বাধার মুখে ত্রিপুরা বিমানবন্দর কাঁপল 'সন্ত্রাস' বিরোধী স্লোগানে! Mamata Banerjee : হামলার পর রাজ্যজুড়ে উত্তেজনা, মমতার হুঁশিয়ারি— ‘শান্ত থাকুন, উসকানিতে পা দেবেন না’ CM Mamata Banerjee:দুর্যোগে বিপর্যস্ত উত্তরবঙ্গ, মুখ্যমন্ত্রীর নির্দেশ— ‘জীবন আগে, দ্রুত নিরাপদ স্থানে যান’

 

Life Style News

1 year ago

Anant Ambani-Radhika Merchant Wedding: আম্বানির ছেলের বিয়ে বলে কথা!প্রি-ওয়েডিং অনুষ্ঠানের মেনুতে ২,৫০০ পদ

Anant Ambani-Radhika Merchant Wedding
Anant Ambani-Radhika Merchant Wedding

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ এ তো সবে ছবির ট্রেলার! পিকচার অভি বাকি হ্যায়! বলছি মুকেশ নীতা আম্বানির ছোট ছেলে অনন্ত আম্বানির বিয়ের কথা। বিয়ে জুলাইতে। মার্চের প্রথম সপ্তাহে প্রিওয়েডিং অনুষ্ঠান, তাতেই মেনুতে থাকছে প্রায় ২,৫০০ পদ।

বাগদত্তা রাধিকা মার্চেন্টকে আগামী জুলাইতে বিয়ে করতে চলেছেন অনন্ত আম্বানি। মার্চের একেবারে গোড়ার দিকে প্রাকবিবাহ নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে আম্বানিদের জামনগরের ফার্মহাউজে। পরিবারের সদস্য, ঘনিষ্ঠদের নিয়েই সেই অনুষ্ঠান। সে অনুষ্ঠানের আড়ম্বর এতটাই, তার মেনুতে থাকছে আড়াই হাজার পদ।

ইন্দোরের ২১ জন পেশাগত রাঁধুনিকে দায়িত্ব দেওয়া হয়েছে অনন্ত-রাধিকার প্রিওয়েডিং-এর অনুষ্ঠানের সবরকম রান্নাবান্নার।থাই, মেক্সিকান, পারসি, জাপানিস সব পদ থাকছে খাবারে। সকালের জলখাবারে ৭৫ রকম, দুপুরে ২২৫ রকম, নৈশভোজে ২৭৫ টিরও বেশি পদ থাকবে বলে জানা গিয়েছে। রাত বারোটা থেকে ভোর ৪টে পর্যন্ত আবার আলাদা ৮৫ রকমের পদের ব্যবস্থা থাকবে।

দেশের ধনিতম ব্যবসায়ীর ছেলের বিয়ে। যাকে বলে সব অর্থেই বিগ ফ্যাট ওয়েডিং'। প্রি ওয়েডিং-এর অনুষ্ঠানেই থাকবেন দেশ বিদেশের হু'জ হুরা। শাহরুখ-অমিতাভ-রজনীকান্ত থেকে শুরু করে গৌতম আদানি, সঞ্জীব গোয়েঙ্কা এমন কী মার্ক জুকারবার্গ, বিল ক্লিন্টনরাও উপস্থিত থাকছেন অনন্ত-রাধিকার প্রিওয়েডিং অনুষ্ঠানে।


You might also like!