Breaking News
 
Mamata Banerjee: তৃণমূল টিমকে আটকানোর পরেই মমতার কড়া হুঁশিয়ারি: ‘আমি নিজে যাব, কত দম আছে দেখব!’ Mamata Banerjee:ছটপুজোর প্রসঙ্গ টেনে মমতার আক্রমণ: 'বিহারের জন্য ছাড়, আর উত্তরবঙ্গের ভাড়া ১৮ হাজার! এটা কি বৈষম্য নয়?' Tripura:‘গান্ধীবাদ’ ছেড়ে এবার ‘সুভাষ’ হওয়ার ডাক! ত্রিপুরায় ‘পুলিশি সন্ত্রাস’-এর প্রতিবাদে সরব তৃণমূল TMC: আটক তৃণমূল প্রতিনিধি দল, পুলিশি বাধার মুখে ত্রিপুরা বিমানবন্দর কাঁপল 'সন্ত্রাস' বিরোধী স্লোগানে! Mamata Banerjee : হামলার পর রাজ্যজুড়ে উত্তেজনা, মমতার হুঁশিয়ারি— ‘শান্ত থাকুন, উসকানিতে পা দেবেন না’ CM Mamata Banerjee:দুর্যোগে বিপর্যস্ত উত্তরবঙ্গ, মুখ্যমন্ত্রীর নির্দেশ— ‘জীবন আগে, দ্রুত নিরাপদ স্থানে যান’

 

International

1 year ago

Nepal :ভূমিকম্পে বিধ্বস্ত নেপালে ত্রাণ ও উদ্ধার তৎপরতা অব্যাহত, এখনও পর্যন্ত নিহত ১৫৭ জন

Earthquake in Nepal
Earthquake in Nepal

 

কাঠমান্ডু, ৫ নভেম্বর  : শুক্রবার মধ্যরাতের হিমালয়ের দেশ নেপালে ৬.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে জাজারকোট এবং রুকুম পশ্চিম জেলায় ব্যাপক ধ্বংসযজ্ঞ চলেছে। ধ্বংসস্তূপ থেকে এখনও পর্যন্ত ১৫৭টি মৃতদেহ বের করা হয়েছে। তিন হাজারের বেশি ঘরবাড়ি সম্পূর্ণ ধূলিসাৎ হয়েছে। ত্রাণ ও উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপের মধ্যে এখনও প্রাণ খুঁজছেন। তাই মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা রয়েছে। ক্ষতিগ্রস্তদের ত্রাণ শিবিরে রাখা হয়েছে।

ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হয়েছে সাতটি জেলা। সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে জাজারকোট ও রুকুম পশ্চিম জেলায়। এর মধ্যে রুকুম পশ্চিম জেলার অথাবিসকোট পৌরসভা এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এখানকার ১১, ১২, ১২ ও ১৪ নম্বর ওয়ার্ডে বসবাসকারীদের বাড়িঘর ধূলিসাৎ হয়ে গেছে। ভূমিকম্পে জাজারকোটের নলগাদ পৌরসভার কিছু ওয়ার্ড ছাড়াও সানো ভেরি পৌরসভার ২,৩, ৪ নম্বর ওয়ার্ড, ভেরি পৌরসভার ১, ৩, এবং ৪ নম্বর ওয়ার্ডে ধ্বংসের প্রভাব পড়েছে। ডাইলেখ, জুমলা, সালিয়ান, পিউথান ও বৈতাদি জেলাও আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

নেপাল সেন্টিনেলের মুখপাত্র ডিআইজি কুবের কাদায়াতের মতে, শনিবার গভীর রাত পর্যন্ত জাজারকোটে ১০৫ জন এবং পশ্চিম রুকুমে ৫২ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে। জাজারকোট জেলায় ১০৬ জনের বেশি এবং রুকুম পশ্চিম জেলায় ৮৬ জন আহত হয়েছে। দৈলেখ, জুমলা, পিউথান ও বৈতাদি জেলায় ৩ জন, সালিয়ান জেলায় ২ জন, রোলপা ও ডাং জেলায় ১ জন করে আহত হয়েছেন। স্বরাষ্ট্রমন্ত্রী নারায়ণকাজি শ্রেষ্ঠা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সঙ্গে বৈঠকের পর বলেছেন, মৃতদের পরিবারকে ২ লক্ষ টাকা এবং ধ্বংস হয়ে যাওয়া বাড়ির ক্ষতিপূরণের জন্য প্রতিটি পরিবারকে ৩ লক্ষ টাকা দেওয়া হবে। সমস্ত ক্ষতিগ্রস্থ পরিবারকে অবিলম্বে ৫০ হাজার টাকা প্রদান করা হবে।

You might also like!