Breaking News
 
Mamata Banerjee: তৃণমূল টিমকে আটকানোর পরেই মমতার কড়া হুঁশিয়ারি: ‘আমি নিজে যাব, কত দম আছে দেখব!’ Mamata Banerjee:ছটপুজোর প্রসঙ্গ টেনে মমতার আক্রমণ: 'বিহারের জন্য ছাড়, আর উত্তরবঙ্গের ভাড়া ১৮ হাজার! এটা কি বৈষম্য নয়?' Tripura:‘গান্ধীবাদ’ ছেড়ে এবার ‘সুভাষ’ হওয়ার ডাক! ত্রিপুরায় ‘পুলিশি সন্ত্রাস’-এর প্রতিবাদে সরব তৃণমূল TMC: আটক তৃণমূল প্রতিনিধি দল, পুলিশি বাধার মুখে ত্রিপুরা বিমানবন্দর কাঁপল 'সন্ত্রাস' বিরোধী স্লোগানে! Mamata Banerjee : হামলার পর রাজ্যজুড়ে উত্তেজনা, মমতার হুঁশিয়ারি— ‘শান্ত থাকুন, উসকানিতে পা দেবেন না’ CM Mamata Banerjee:দুর্যোগে বিপর্যস্ত উত্তরবঙ্গ, মুখ্যমন্ত্রীর নির্দেশ— ‘জীবন আগে, দ্রুত নিরাপদ স্থানে যান’

 

International

1 year ago

Pakistan release fisherman : দীপাবলিতে ৮০জন ভারতীয় জেলেকে মুক্তি দিল পাকিস্তান

pakistan release fisherman   (Symbolic Picture)
pakistan release fisherman (Symbolic Picture)

 

চণ্ডিগড়, ১১ নভেম্বর  : দীপাবলি উৎসব উপলক্ষ্যে ৮০জন ভারতীয় জেলেকে মুক্তি দিয়েছে পাকিস্তান। মুক্তি পাওয়া এইসব জেলেরা শুক্রবার গভীর রাতে আটারি-বাঘা সীমান্ত দিয়ে ভারতীয় সীমান্তে প্রবেশ করে। বিএসএফ টিম সমস্ত জেলেদের পরীক্ষা করে দেখে তারপর তাদের মুক্তি দেয়।

২০১৯ সালে মুক্তিপ্রাপ্ত জেলেরা ভুলবশত ভারতীয় জল সীমা পেরিয়ে পাকিস্তানে প্রবেশ করেছিল। সেখানে পাকিস্তানি পুলিশ আধিকারিকরা তাদের গ্রেফতার করে জেলে পাঠিয়েছিল। এই জেলেদের বেশির ভাগই গুজরাটের বাসিন্দা। সাজা শেষ করে বন্দি জেলেদের ভারতে আসার অনুমতি দেওয়া হয়।

পাকিস্তানি আধিকারিকরা জেলেদের প্রথমে ওয়াঘা বর্ডারে নিয়ে যান। এরপর তাদের বিএসএফ রেঞ্জ আটারি ওয়াঘা বর্ডারে কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়। শুক্রবার গভীর রাতে, ওয়াঘা সীমান্ত থেকে সমস্ত জেলেদের অমৃতসরের রঞ্জিত অ্যাভিনিউতে একত্র করা হয়। সমস্ত জেলেদের জিনিসপত্র পরীক্ষা করার পাশাপাশি এদিন জেলেদের শরীরও স্ক্যান করা হয়। বর্তমানে সমস্ত জেলেকে ভারত সরকার অমৃতসর রেডক্রস ভবনে রেখেছে। রবিবার তাদের সকলকে অমৃতসর রেলওয়ে স্টেশন থেকে ট্রেনে করে নিজেদের রাজ্য গুজরাটে পাঠান হবে।

You might also like!