Breaking News
 
Mamata Banerjee: তৃণমূল টিমকে আটকানোর পরেই মমতার কড়া হুঁশিয়ারি: ‘আমি নিজে যাব, কত দম আছে দেখব!’ Mamata Banerjee:ছটপুজোর প্রসঙ্গ টেনে মমতার আক্রমণ: 'বিহারের জন্য ছাড়, আর উত্তরবঙ্গের ভাড়া ১৮ হাজার! এটা কি বৈষম্য নয়?' Tripura:‘গান্ধীবাদ’ ছেড়ে এবার ‘সুভাষ’ হওয়ার ডাক! ত্রিপুরায় ‘পুলিশি সন্ত্রাস’-এর প্রতিবাদে সরব তৃণমূল TMC: আটক তৃণমূল প্রতিনিধি দল, পুলিশি বাধার মুখে ত্রিপুরা বিমানবন্দর কাঁপল 'সন্ত্রাস' বিরোধী স্লোগানে! Mamata Banerjee : হামলার পর রাজ্যজুড়ে উত্তেজনা, মমতার হুঁশিয়ারি— ‘শান্ত থাকুন, উসকানিতে পা দেবেন না’ CM Mamata Banerjee:দুর্যোগে বিপর্যস্ত উত্তরবঙ্গ, মুখ্যমন্ত্রীর নির্দেশ— ‘জীবন আগে, দ্রুত নিরাপদ স্থানে যান’

 

International

1 year ago

Mandatory masks: সিঙ্গাপুর ও ইন্দোনেশিয়ার বিমানবন্দরে বাধ্যতামূলক মাস্ক

Masks are mandatory at airports in Singapore and Indonesia
Masks are mandatory at airports in Singapore and Indonesia

 

নয়াদিল্লি, ১৫ ডিসেম্বর: ফের চোখ রাঙাচ্ছে করোনা ভাইরাস । মারণ ভাইরাস ঠেকাতে দক্ষিণ-পূর্ব এশিয়ার বেশ কিছু দেশ আবার নতুন করে বাধানিষেধ জারির সিদ্ধান্ত নিচ্ছে। এবার সিঙ্গাপুর এবং ইন্দোনেশিয়ার বিমানবন্দরে নামা যাত্রীদের জন্য বাধ্যতামূলক করা হচ্ছে মাস্ক।

জানা গিয়েছে, দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলির বিমানবন্দরে যেমন যাত্রীদের মাস্ক পড়তে বলা হয়েছে, তেমনই তাঁদের গায়ের তাপমাত্রাও মাপা হচ্ছে। স্থানীয় প্রশাসন সূত্রে খবর, অনেক যাত্রীরই ফ্লু, নিউমোনিয়া, কোভিড ভ্যারিয়েন্টের মতো উপসর্গ দেখা গিয়েছে। সেই কারণেই বিষয়টিতে নতুন করে জোর দেওয়া হচ্ছে।

২০২০ সালে গোটা বিশ্বে প্রকট হয়েছিল কোভিড-১৯-এর দাপট। লাখে লাখে মানুষ প্রাণ হারিয়েছিলেন এই ভাইরাসে। ২০২২-এর শেষের দিকে ধীরে ধীরে কমে এর প্রকোপ। কিন্তু বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়ে দিয়েছিল, পুরোপুরি বিদায় নিচ্ছে না করোনা। ভোলবদলে বার বারই তা ফিরে আসবে। সাধারণ জ্বর, সর্দি, কাশির মতোই শরীরে থাবা বসাবে করোনাও। সেই ছবিই ধরা পড়তে শুরু করেছে। সিঙ্গাপুরে করোনার দাপট বৃদ্ধি নিয়ে সেখানকার স্বাস্থ্যমন্ত্রকের তরফে বলা হয়েছে, বছরশেষে বিভিন্ন দেশ থেকে বহু পর্যটক এই দেশে ঘুরতে আসেন। সেটা একটা বড় কারণ। তাছাড়া নানা শারীরিক কারণ রোগ প্রতিরোধ ক্ষমতা কমিয়ে দিচ্ছে।

এদিকে, গত এক সপ্তাহে মালয়েশিয়ায় করোনা আক্রান্তের সংখ্যা প্রায় দ্বিগুণ। গত সপ্তাহে যেখানে ৩৬২৬ জন করোনা পজিটিভ ছিলেন, সেখানে ৭ দিনে তা বেড়ে দাঁড়ায় ৬৭৯৬-য়। ফলে এখন থেকেই সতর্ক হচ্ছে প্রশাসন।


You might also like!