Breaking News
 
Mamata Banerjee: তৃণমূল টিমকে আটকানোর পরেই মমতার কড়া হুঁশিয়ারি: ‘আমি নিজে যাব, কত দম আছে দেখব!’ Mamata Banerjee:ছটপুজোর প্রসঙ্গ টেনে মমতার আক্রমণ: 'বিহারের জন্য ছাড়, আর উত্তরবঙ্গের ভাড়া ১৮ হাজার! এটা কি বৈষম্য নয়?' Tripura:‘গান্ধীবাদ’ ছেড়ে এবার ‘সুভাষ’ হওয়ার ডাক! ত্রিপুরায় ‘পুলিশি সন্ত্রাস’-এর প্রতিবাদে সরব তৃণমূল TMC: আটক তৃণমূল প্রতিনিধি দল, পুলিশি বাধার মুখে ত্রিপুরা বিমানবন্দর কাঁপল 'সন্ত্রাস' বিরোধী স্লোগানে! Mamata Banerjee : হামলার পর রাজ্যজুড়ে উত্তেজনা, মমতার হুঁশিয়ারি— ‘শান্ত থাকুন, উসকানিতে পা দেবেন না’ CM Mamata Banerjee:দুর্যোগে বিপর্যস্ত উত্তরবঙ্গ, মুখ্যমন্ত্রীর নির্দেশ— ‘জীবন আগে, দ্রুত নিরাপদ স্থানে যান’

 

International

1 year ago

Israel Hamas War : লেবানন ও সিরিয়ার সন্ত্রাসী ঘাঁটিতে হামলা ইসরাইলের

Israel Hamas War (File Picture)
Israel Hamas War (File Picture)

 

তেল আবিব/জেরুজালেম, ১২ নভেম্বর : রবিবার সকালে গাজা যুদ্ধের ৩৭ তম দিনে, লেবানন এবং সিরিয়ায় সন্ত্রাসী গোষ্ঠী হিজবুল্লাহর সন্ত্রাসী ঘাঁটিতে হামলা চালালো ইসরায়েলি যুদ্ধবিমান। সাম্প্রতিক হামলার প্রতিক্রিয়ায় ইসরাইল এই পদক্ষেপ নিয়েছে। এই যুদ্ধবিমান লেবাননে হিজবুল্লাহর সমস্ত সন্ত্রাসী অবকাঠামো এবং ফাঁড়ি ধ্বংস করেছে।

মিডিয়া রিপোর্ট অনুযায়ী, এরপর হিজবুল্লাহ সন্ত্রাসীরা লেবানন থেকে উত্তর ইসরায়েলের দিকে বেশ কয়েকটি রকেট নিক্ষেপ করে। জবাবে ইসরায়েলি যুদ্ধবিমান সন্ত্রাসীদের সেল ও লঞ্চ প্যাডে হামলা চালায়। এ ছাড়া গোলান হাইটস এলাকার দিকে হামলার জবাবে ইসরায়েলি যুদ্ধবিমান সিরিয়ায় সন্ত্রাসী অবকাঠামোতে বড় ধরনের হামলা চালিয়েছে। গোলান মালভূমির চূড়া থেকে দক্ষিণ সিরিয়া এবং সিরিয়ার রাজধানী দামেস্ক স্পষ্টভাবে দেখা যায়। এই দুটি এলাকাই এখান থেকে প্রায় ৬০ কিলোমিটার দূরে। গোলান হাইটস ১৯৪৮ থেকে ১৯৬৭ সাল পর্যন্ত ইসরায়েলের দখলে ছিল।

আরেকটি প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি যুদ্ধবিমান দুটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে দক্ষিণ লেবাননের মারওয়াহিন শহরে হামলা চালিয়েছে। লেবাননের আকাশসীমায় ইসরায়েলি সামরিক অনুসন্ধানী বিমান এখনো উড়ছে। ইসরায়েলি আর্টিলারি দক্ষিণ-পশ্চিম লেবাননের মারওয়াহিন এবং ব্লিদা সীমান্তের শহরগুলির উপকণ্ঠে ৪৫টি শেল নিক্ষেপ করেছে। উল্লেখ্য, লেবানন ও সিরিয়ার সন্ত্রাসী গোষ্ঠীগুলো প্রকাশ্যে হামাসের সমর্থনে এসেছে।

সিরিয়ায় সক্রিয় সন্ত্রাসী সংগঠন আইএসআইএস, দায়েশ, ইসলামিক স্টেট অব ইরাক অ্যান্ড দ্য লেভান্ট বা ইসলামিক স্টেট অব ইরাক অ্যান্ড সিরিয়া নামে পরিচিত। এটি বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর এবং ধনী সন্ত্রাসী সংগঠন হিসাবে বিবেচিত হয়।

এদিকে, ইসরায়েল স্পষ্ট করেছে যে তার বাহিনী গাজা হাসপাতালের কর্মীদের সাথে শিফা হাসপাতাল থেকে দক্ষিণে গাজাবাসীদের নিরাপদ পথ প্রদানের জন্য কাজ করছে। কিন্তু এতে বাধা হয়ে দাঁড়াচ্ছে হামাস। তিনি নাগরিকদের বের হতে বাধা দিচ্ছেন। তাদের হত্যা করছে।


You might also like!