Breaking News
 
Mamata Banerjee: তৃণমূল টিমকে আটকানোর পরেই মমতার কড়া হুঁশিয়ারি: ‘আমি নিজে যাব, কত দম আছে দেখব!’ Mamata Banerjee:ছটপুজোর প্রসঙ্গ টেনে মমতার আক্রমণ: 'বিহারের জন্য ছাড়, আর উত্তরবঙ্গের ভাড়া ১৮ হাজার! এটা কি বৈষম্য নয়?' Tripura:‘গান্ধীবাদ’ ছেড়ে এবার ‘সুভাষ’ হওয়ার ডাক! ত্রিপুরায় ‘পুলিশি সন্ত্রাস’-এর প্রতিবাদে সরব তৃণমূল TMC: আটক তৃণমূল প্রতিনিধি দল, পুলিশি বাধার মুখে ত্রিপুরা বিমানবন্দর কাঁপল 'সন্ত্রাস' বিরোধী স্লোগানে! Mamata Banerjee : হামলার পর রাজ্যজুড়ে উত্তেজনা, মমতার হুঁশিয়ারি— ‘শান্ত থাকুন, উসকানিতে পা দেবেন না’ CM Mamata Banerjee:দুর্যোগে বিপর্যস্ত উত্তরবঙ্গ, মুখ্যমন্ত্রীর নির্দেশ— ‘জীবন আগে, দ্রুত নিরাপদ স্থানে যান’

 

International

1 year ago

Justin Trudeau: ভারতের পদক্ষেপ 'আন্তর্জাতিক আইনের পরিপন্থী' : জাস্টিন ট্রুডো

Justin Trudeau (File picture)
Justin Trudeau (File picture)

 

নয়াদিল্লি, ২১ অক্টোবর : খলিস্তানি জঙ্গি হরদীপ সিং নিজ্জরের মৃত্যুর ঘটনায় ভারত-কানাডা সম্পর্কে শীতলতা নেমে এসেছে। এবার কূটনীতিকদের প্রত্যাহার করার ঘটনায় ফের ভারত-কানাডা কূটনৈতিক বৈরিতা বাড়ল। ভারত সরকারের সমালোচনা করলেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। তাঁর মতে, ভারতের পদক্ষেপ 'আন্তর্জাতিক আইনের পরিপন্থী'। উল্লেখ্য, ৪১ জন কূটনীতিককে প্রত্যাহারের ঘটনায় কানাডা নতুন দিল্লির বিরুদ্ধে যে অভিযোগ এনেছিল, সেটা নিয়ে পাল্টা বিবৃতি দিয়েছে ভারত। কানাডার অভিযোগ খারিজ করে দিয়ে নতুন দিল্লি স্পষ্টভাবে জানিয়েছে, আন্তর্জাতিক আইন মেনেই কূটনীতিকদের সংখ্যায় সমতা আনার কথা বলা হয়েছিল।

এরইপ্রেক্ষিতে শুক্রবার সকালে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বলেছেন, "ভারত সরকার এই সপ্তাহে যে পদক্ষেপ নিয়েছে তা আন্তর্জাতিক আইনের পরিপন্থী। ভারত সরকার একতরফাভাবে ভারতে ৪০ জন কানাডিয়ান কূটনীতিকের কূটনৈতিক অনাক্রম্যতা প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছে। এটি ভিয়েনা কনভেনশন পরিচালনাকারী কূটনীতির লঙ্ঘন...এটি এমন একটি বিষয় যা নিয়ে বিশ্বের সমস্ত দেশের উদ্বিগ্ন হওয়া উচিত।" কানাডার প্রধানমন্ত্রী আরও বলেন, "ভারত সরকার লক্ষ লক্ষ মানুষের জীবনযাত্রাকে স্বাভাবিকভাবে চালিয়ে যাওয়াকে অবিশ্বাস্যভাবে কঠিন করে তুলছে ভারতে।"

You might also like!