Breaking News
 
Mamata Banerjee: তৃণমূল টিমকে আটকানোর পরেই মমতার কড়া হুঁশিয়ারি: ‘আমি নিজে যাব, কত দম আছে দেখব!’ Mamata Banerjee:ছটপুজোর প্রসঙ্গ টেনে মমতার আক্রমণ: 'বিহারের জন্য ছাড়, আর উত্তরবঙ্গের ভাড়া ১৮ হাজার! এটা কি বৈষম্য নয়?' Tripura:‘গান্ধীবাদ’ ছেড়ে এবার ‘সুভাষ’ হওয়ার ডাক! ত্রিপুরায় ‘পুলিশি সন্ত্রাস’-এর প্রতিবাদে সরব তৃণমূল TMC: আটক তৃণমূল প্রতিনিধি দল, পুলিশি বাধার মুখে ত্রিপুরা বিমানবন্দর কাঁপল 'সন্ত্রাস' বিরোধী স্লোগানে! Mamata Banerjee : হামলার পর রাজ্যজুড়ে উত্তেজনা, মমতার হুঁশিয়ারি— ‘শান্ত থাকুন, উসকানিতে পা দেবেন না’ CM Mamata Banerjee:দুর্যোগে বিপর্যস্ত উত্তরবঙ্গ, মুখ্যমন্ত্রীর নির্দেশ— ‘জীবন আগে, দ্রুত নিরাপদ স্থানে যান’

 

International

1 year ago

Earthquake in Nepal:ফের ভূমিকম্প নেপালে, কম্পনের মাত্রা ৩.৬

Earthquake in  Nepal
Earthquake in Nepal

 

কাঠমাণ্ডু, ৫ নভেম্বর : রবিবার ফের ভূমিকম্পে কেঁপে উঠল নেপাল। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৩.৬। জানা গিয়েছে, ভূমিকম্পের উৎসস্থল ছিল কাঠমাণ্ডু থেকে ১৬৯ কিলোমিটার উত্তর পশ্চিমে। অন্যদিকে, রবিবার মধ্য় রাতে উত্তর প্রদেশের অযোধ্যাতেও ভূমিকম্প অনুভূত হয়। ওই ভূমিকম্পের মাত্রাও ৩.৬ ছিল বলেই জানা গিয়েছে।

শুক্রবার রাত পৌনে ১২টা নাগাদ ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠেছিল নেপাল। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৬.৪। ভূমিকম্পের মাত্রা এতটাই বেশি ছিল যে দিল্লি, কলকাতাতেও ভূমিকম্প অনুভূত হয়। ভূমিকম্পে এখনও অবধি ১৫৭ জনের মৃত্য়ুর খবর মিলেছে। ওই কম্পনের ধাক্কা সামলে ওঠার আগেই আবার ভূমিকম্পে কেঁপে উঠল নেপাল।

ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির তরফে জানানো হয়েছে, রবিবার ভোর ৪টে ৩৮ মিনিট নাগাদ ফের ভূমিকম্প হয় নেপালে। ভূমিকম্পের উৎসস্থল ছিল কাঠমাণ্ডু থেকে ১৬৯ কিলোমিটার উত্তর পশ্চিমে। ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে ভূমিকম্পের উৎসস্থল ছিল। এই ভূমিকম্পের জেরে এখনও অবধি নতুন করে কোনও ক্ষয়ক্ষতির খবর মেলেনি। প্রশাসনের তরফে উদ্ধারকাজ চালানো হচ্ছে। নেপালের সেনাবহিনী, নেপালি সেন্টিনাল ও সশস্ত্র পুলিশ বাহিনী মিলিতভাবে উদ্ধারকাজ চালাচ্ছে। আশেপাশের এলাকা থেকে ত্রাণ ও চিকিৎসা সামগ্রীও জোগাড় করে আনা হচ্ছে। হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রগুলিতে স্বাস্থ্যকর্মীরাও উপস্থিত রয়েছেন এবং তৎপরতার সঙ্গে চিকিৎসা করছেন আহতদের।


You might also like!