সান জোস, ১৫মে :ম্যাচজুড়েই ছিল গোলের উৎসব। দুটো দলই তিনটি তিনটি করে গোল করেছে। অর্থাৎ মঙ্গলবার সান হোসের বিপক্ষে মেজর সকার লিগের ম্যাচটি ৩-৩ গোলে ড্র করেছে মায়ামি। আগের ম্যাচেই মায়ামি মিনেসোটার কাছে ৪-১ গোলে হেরেছিল। এবার মঙ্গলবারও তাদের পয়েন্ট হারাতে হলো। কিন্তু ৬ গোলের ম্যাচে সুপারস্টার লিওনেল মেসি গোল করতে পারেননি ।
জমজমাট ম্যাচ। প্রথম মিনিটেই গোল করে মায়ামিকে এগিয়ে দেন ম্যাক্সিমিলিয়ানো ফ্যালকন। দুই মিনিট যেতে না যেতেই সান হোসে গোল পরিশোধ করে দেয়। মায়ামির জালে বল পাঠান কলম্বিয়ান ফুটবলার ক্রিস্টিয়ান আরাঙ্গো। ৩৭তম মিনিটে লেরক্সের গোলে ২-১গোলে এগিয়ে যায় সান হোসে।এরপর প্রথমার্ধে আরও দুটি গোল হয়েছে। ৪৪তম মিনিটে ম্যাচে সমতা মায়ামির ফেরান তাদেও আলেন্দে। কিন্তু সান হোসে প্রথমার্ধের যোগ করা সময়ের চতুর্থ মিনিটে আবার সান হোসেকে এগিয়ে দেন ইয়ান হারকস।
বিরতির পর ৫২ মিনিটে আলেন্দের দ্বিতীয় গোলে ফের সমতায় ফেরে মিয়ামি। এরপর কোনও দলই আর গোল করতে পারেনি। পয়েন্ট ভাগাভাগি করেই সন্তুষ্ট থাকতে হয় মেসিদের। ম্যাচজুড়েই গোলের উৎসব করে গেল দুই দল। কিন্তু কেউ কাউকে হারাতে পারেনি। আগের ম্যাচেই মায়ামি মিনেসোটার কাছে ৪-১ গোলে হেরেছিল। এবারও পয়েন্ট হারাতে হল মেসিদের। ১২ ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে টেবিলের সাত নম্বরে অবস্থান করছে ইন্টার মায়ামি। ১৩ ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে ষোলো নম্বর স্থানে সান হোসে।