Game

6 days ago

IPL 2025: আইপিএল ২০২৫ পার্পল ক্যাপ স্ট্যান্ডিং আপডেট,প্রসীদ কৃষ্ণ শীর্ষে লিড বাড়িয়েছেন

Prasidh Krishna
Prasidh Krishna

 

কলকাতা, ২২ এপ্রিল : সোমবার আইপিএল ২০২৫ পার্পল ক্যাপ স্ট্যান্ডিংয়ের শীর্ষে নিজের লিড আরও বাড়িয়ে নিলেন গুজরাট টাইটানসের পেসার প্রসীদ কৃষ্ণ। কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে ২৫ রানে দুটি উইকেট নিয়ে প্রসিদ্ধ মরসুমে তার উইকেট সংখ্যা ১৬-তে নিয়ে গেছেন। দিল্লি ক্যাপিটালসের কুলদীপ যাদব ১২ উইকেট নিয়ে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছেন। টাইটানসের স্পিনার সাই কিশোর কেকেআরের বিরুদ্ধে উইকেট নেওয়ার পর টেবিলের চতুর্থ স্থানে উঠে এসেছেন।

আইপিএল ২০২৫-এর শীর্ষ উইকেট প্রাপকদের তালিকা :

প্রসীদ কৃষ্ণ (জিটি) ম্যাচ ৮, উইকেট ১৬

কুলদীপ যাদব (ডিসি) ম্যাচ ৮, উইকেট ১২

নূর আহমেদ (সিএসকে) ম্যাচ ৮, উইকেট ১২

জোশ হ্যাজেলউড (আরসিবি) ম্যাচ ৮, উইকেট ১২

You might also like!