সান সিরো, ৭ মে : মিলানের সান সিরোয় মঙ্গলবার রাতে চ্যাম্পিয়নস লিগে ফাইনালে ওঠার ম্যাচে রোমাঞ্চে ঠাসা এক লড়াই দেখল ফুটবল বিশ্ব। সেমি-ফাইনালের ফিরতি লেগের ম্যাচে ১২০ মিনিটের লড়াইয়ে ৪-৩ গোলে জিতে, দুই লেগ মিলিয়ে ৭-৬ গোলে এগিয়ে থেকে ফাইনালে গেল ইন্টার মিলান। ঘরের মাঠে প্রথম লেগে দুই দফায় পিছিয়ে পড়ে ৩-৩ ড্র করেছিল বার্সেলোনা। ২০২৩ সালের পর আবার ইউরোপ সেরার মঞ্চে ফাইনালে গেল ইন্টার।
ম্যাচে শুরুর একটু পরে জমে উঠল লড়াই। দুই গোল করে এগিয়ে যায় ইন্টার মিলান। বিরতির আগে আর গোল হয়নি। বিরতির পর খেলা জমিয়ে তুলল বার্সেলোনা। ৬ মিনিটের মধ্যেই তারা দু'দুবার ইন্টারের জালে বল পাঠিয়ে ঘুরে দাঁড়াল। এরপর দ্বিতীয়ার্ধের খেলা শেষ হওয়ার ৩ মিনিট আগে আরও একটি গোল করে রাফিনিয়া। বার্সেলোনা যখন ভাবছে তারা জয়ের দুয়ারে পৌঁছে গেছে ,তখনই জমে উঠল খেলা। ৫ মিনিট যোগ করা সময়ের তৃতীয় মিনিটে নাটকীয়ভাবে ৩-৩ সমতা ফেরায় ইন্টারের ফ্রান্সেসকো আচের্বি। ম্যাচ চলে যায় অতিরিক্ত সময়ে। সেখানে ম্যাচের ৯৯ তম মিনিটে ইন্টারকে ৪-৩ গোলে এগিয়ে দেন দ্বিতীয়ার্ধে বদলি নামা ফ্রাত্তেসি। আর এই গোলেই বাজিমাত করে চ্যাম্পিয়নস লিগের ফাইনালে উঠল ইন্টার।
ম্যাচে বল দখল ও আক্রমণে এগিয়ে ছিল বার্সেলোনা। গোলের জন্য ২২ শটের ১০টি লক্ষ্যে রাখতে পারে হান্সি ফ্লিকের দল। ইন্টারের ১৩ শটের ৭টি লক্ষ্যে ছিল। আগামী ৩১ মে মিউনিখে শিরোপা লড়াইয়ে পিএসজি অথবা আর্সেনালের মুখোমুখি হবে সিমোনে ইনজাগির দল মিলান।