Game

1 day ago

Women’s Asia Cup 2025: মহিলাদের ইমার্জিং এশিয়া কাপে অংশ নেবে না ভারত, পুরুষদের এশিয়া কাপও অনিশ্চিত

India to Boycott Men/Women’s Asia Cup 2025
India to Boycott Men/Women’s Asia Cup 2025

 

মুম্বই, ১৯মে :ভারত ও পাকিস্তানের মধ্যে সাম্প্রতিক উত্তেজনা বৃদ্ধির কারনে, ভারতীয় ক্রিকেট বোর্ড ( বিসিসিআই) অদূর ভবিষ্যতের জন্য সমস্ত এশিয়ান ক্রিকেট কাউন্সিল ( এসিসি) ইভেন্ট থেকে নিজেকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। আগামী মাসে শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হতে যাওয়া মহিলা ইমার্জিং টিমস এশিয়া কাপ থেকে ভারত আনুষ্ঠানিকভাবে নিজেদের নাম প্রত্যাহার করে নেওয়ার সিদ্ধান্ত ইতিমধ্যেই এসিসিকে জানিয়েছে। সেপ্টেম্বরে অনুষ্ঠিত হতে যাওয়া পুরুষদের এশিয়া কাপের বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত না নেওয়া হলেও, টুর্নামেন্টের ভবিষ্যৎ এখন অন্ধকার বলে মনে করা হচ্ছে। উল্লেখ্য, বর্তমানে এসিসির সভাপতিত্ব করছেন মহসিন নকভি,পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান। পুরুষদের এশিয়া কাপে ভারত, পাকিস্তান, বাংলাদেশ, আফগানিস্তান এবং শ্রীলঙ্কা অংশগ্রহণ করে। ভারত বর্তমান চ্যাম্পিয়ন। তারা ২০২৩ সালের ফাইনালে শ্রীলঙ্কাকে হারিয়েছিল।


You might also like!