কলকাতা, ২১ এপ্রিল : পাঞ্জাব কিংসের কাছে লজ্জাজনক পরাজয়ের পর, কলকাতা নাইট রাইডার্স মঙ্গলবার ইডেন গার্ডেনে খেলবে গুজরাট টাইটান্স এর সঙ্গে। এই ম্যাচ জিতে জয়ের পথে ফিরে আসার চেষ্টা করবে কেকেআর।
আইপিএলে কেকেআর বনাম জিটি হেড-টু-হেড রেকর্ড:
**খেলা ম্যাচ: ৪টি
**কেকেআর জিতেছে: ১টি
**জিটি জিতেছে: ২টি
**কোন ফলাফল নেই: ১টি
**শেষ ফলাফল: বৃষ্টির কারণে খেলা পরিত্যক্ত (মে ২০২৪)।
ইডেন গার্ডেনে কেকেআর বনাম জিটি হেড-টু-হেড রেকর্ড:
**খেলা ম্যাচ: ১টি
**জিটি জিতেছে: ১টি
**শেষ ফলাফল: জিটি ৭ উইকেটে জয়ী (এপ্রিল ২০২৩)
ইডেন গার্ডেনে কলকাতা নাইট রাইডার্সের রেকর্ড
**খেলা ম্যাচ: ৯১টি
**জিতেছে: ৫৩টি
**হার: ৩৮টি
সর্বোচ্চ স্কোর: পাঞ্জাব কিংস ২৬২/২ বনাম কেকেআর (এপ্রিল ২০২৪)
সর্বনিম্ন স্কোর: রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ৪৯ অলআউট বনাম কেকেআর (এপ্রিল ২০১৭)।