Game

3 weeks ago

Champions League: চ্যাম্পিয়ন্স লিগ, ১০ জনের বার্সিলোনাকে উড়িয়ে দিল চেলসি

Chelsea dominate Barcelona in Champions League, Man City lose
Chelsea dominate Barcelona in Champions League, Man City lose

 

স্ট্যামফোর্ড, ২৬ নভেম্বর : স্ট্যামফোর্ড ব্রিজে মঙ্গলবার রাতে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে ৩-০ গোলে জিতেছে ইংলিশ প্রিমিয়ার লিগের দল চেলসি। জুল কুন্দের আত্মঘাতী গোলের পর ব্যবধান বাড়ান এস্তেভোঁ। তৃতীয় গোলটি করেন লিয়াম ডেলাপ।

ম্যাচ জুড়ে দারুণ খেলে তিন পয়েন্ট আদায় করে নিল চেলসি। ম্যাচে চেলসির দাপটের চিত্র ফুটে উঠছে পরিসংখ্যানেও। ৫৫ শতাংশ পজেশন রেখে গোলের জন্য ১৫টি শট নিয়ে ছয়টি লক্ষ্যে রাখতে পারে এন্টসো মারেস্কার দল। বার্সিলোনার পাঁচ শটের কেবল দুটি লক্ষ্যে ছিল।

তবে ম্যাচের ৪৪ মিনিটে চেলসির কুকুরেইয়াকে ফাউল করে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন বার্সিলোনা অধিনায়ক ও ডিফেন্ডার রোনাল্দ আরাউহো। ফলে বার্সিলোনা হয়ে যায় দশ জনের দল।

প্রাথমিক পর্বে পাঁচ ম্যাচে তিন জয় ও এক ড্রয়ে ১০ পয়েন্ট নিয়ে পাঁচে আছে চেলসি। সমান ম্যাচে দ্বিতীয় হারের স্বাদ পাওয়া বার্সিলোনা ৭ পয়েন্ট নিয়ে ১৫ নম্বরে নেমে গেছে। চার ম‍্যাচে ১২ পয়েন্ট করে নিয়ে প্রথম তিনটি স্থানে আছে বায়ার্ন মিউনিখ, আর্সেনাল ও ইন্টার মিলান।

You might also like!